বিনোদন
মুখ খুললেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
মা হতে যাচ্ছেন কি না- বিয়ের পর থেকেই এই প্রশ্নের প্রায়ই মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন তিনি। তাই এই প্রশ্ন আরও বেশি করে উঠেছিল। সম্প্রতি বিয়ের এক বছর পূর্ণ হলো সোনাক্ষী ও জাহিরের। বছর ঘুরতেই ফের অনুরাগীদের প্রশ্ন, মা হচ্ছেন সোনাক্ষী? এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই প্রশ্নের উত্তর দিলেন। তিনি বরাবরই হৈ-হুল্লোড়ের চেয়ে শান্তি বেশি পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত হইচই তার পছন্দ নয়। সোনাক্ষী বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এই উন্মত্ততা বন্ধ করার একটা রাস্তা আমি খুঁজে বের করেছি। পর্দার বাইরে আমি খুবই শান্তিপূর্ণ একটা জীবনযাপন করি। কাজের বাইরে আমি শুধু শান্তিতে থাকতে চাই। সন্তান নিয়ে জল্পনা হচ্ছে গত কয়েকদিন ধরে। ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও সোনাক্ষীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এসব নিয়ে অভিনেত্রী বলেন, আপনি যাই করুন, লোকে কিছু না কিছু বলবেই। আমি সাদা রঙের পোশাক পরলে লোকে বলবে, ওটার রং কালো। আপনি যাই করবেন, তার বিরোধিতা কেউ না কেউ ঠিকই করবে। তাই এই ছোট ছোট গুঞ্জনে পাত্তা দেয়া যাবে না। জাহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। উল্লেখ্য, ভিন্ন ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জাহির কেউই। ২০২৪ সালের ২৩শে জুন তারা বিয়ে করেন। বিয়ের পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে প্রায়ই শেয়ার করেন তারা।