বিনোদন
যে কারণে অভিনয় থেকে বিরতি নিলেন জোভান
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০১ অপরাহ্ন
.webp)
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। নতুন নতুন কাজ নিয়ে যেনো দম ফেলার সময় নেই তার। ব্যস্ততার কারণে পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি। তাই এবার অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন অভিনেতা। এ প্রসঙ্গে জোভান বলেন, গত কয়েক মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে থাকবো। বন্ধুবান্ধব অনেকের অভিযোগ থাকে, আমাকে পাওয়া যায় না। তাদের সঙ্গে সময় কাটাবো। নিজের মতো করেও থাকা দরকার। যে কারণে এ বিরতি। এছাড়া বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে তার। যে গল্পগুলো ভালো লাগবে, সেগুলো নিয়েই আগস্টে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন জোভান।