ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, সরকারকে ৩৩ দিনের আলটিমেটাম

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৫৮ অপরাহ্ন

mzamin

গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করা হোক। এমনই দাবি জানিয়ে এবার ভারতের নরেন্দ্র মোদি সরকারকে আল্টিমেটাম দিয়ে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। ৩৩ দিনের মধ্যে অর্থাৎ আগামী ১৭ মার্চের মধ্যে সরকার যদি এই ঘোষণা না করে, তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করা হোক। 

তবে এতদিন এই দাবিকে বিশেষ গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার। যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন শঙ্করাচার্য। বলেন, ‘আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে। তা যদি না করা হয়, তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে।’

শঙ্করাচার্যর কথায়, শাস্ত্রে উল্লেখ আছে যে একটি গরুর শরীরে ৩৩ কোটি দেব-দেবী বাস করেন। আমরা গত দেড় বছর ধরে গরুকে 'রাষ্ট্রমাতা' হিসেবে ঘোষণা করার জন্য আন্দোলন চালিয়ে আসছি। তিনি জোর দিয়ে বলেন যে, সরকারের উচিত গরুকে পশু হিসেবে শ্রেণীবদ্ধ না করে ‘রাষ্ট্রমাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া। 

২০২৩ সালের ২০ নভেম্বর গোপাল মণির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘গো-ক্রান্তি মঞ্চ’। সেখানে চার শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যেই এই ইস্যুতে তিনটি গো সংসদ আয়োজিত হয়েছে। ২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। যদিও সরকারের তরফে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। এবার আদাজল খেয়ে, ময়দানে নেমেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী।  

তিনি বলেছেন, ‘সরকারের কাছে আমাদের দাবি হলো গরুকে পশুর শ্রেণী থেকে বাদ দিয়ে 'রাষ্ট্রমাতা' ঘোষণা করা উচিত এবং গোহত্যাকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত। রাজ্য সরকার স্কুল পাঠ্যক্রমে গরুকে অন্তর্ভুক্ত করতে চলেছে। কিন্তু সেখানেও যদি গরুকে পশু বলা হয়, তাহলে  লাভ কী?'

সূত্র : ইকোনোমিক টাইমস

পাঠকের মতামত

একই সাথে ষাঁড়কে রাষ্ট্রপিতা ঘোষণা করা হোক।

Bonggoj Bihonggo
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১০:০৭ অপরাহ্ন

হা হা ভারতীয়দের সুন্দর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ; তারাতারি করুন

Rubel
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৯ অপরাহ্ন

It is a good idea.

Mohammad Monir Hossa
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

খুবই যৌক্তিক দাবি, মোদি জী কে দ্রুত মেনে নেয়ার জন্য দাবী জানাচ্ছি ।

শামীম
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৪ পূর্বাহ্ন

রাষ্ট্র পিতা ঘোষণার জোর দাবি করছি।

সোহাগ
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭:৩৭ অপরাহ্ন

আমরা সব ধর্মীয় মতাদর্শের সম্মান করি। মোদী সরকার শীঘ্রই দাবীটি মেনে নিবেন - এই কামনা করি।

Ahmad Zafar
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬:৪৭ অপরাহ্ন

আচ্ছা, ভারতে যে লেদারের জুতা পাওয়া যায় সেগুলো তো বেশীরভাগ গরুর চামড়া দিয়েই বানানো হয়, তাহলে ব্যাপারটা কি হল বা হচ্ছে সেটা ভাবছি!! এছাড়া ভারত পৃথিবীর ২য় বা ৩য় গরুর মাংশের রপ্তানিকারক দেশ, কি যে একটা অবস্থা!!

কবির হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৫:৫৬ অপরাহ্ন

রাষ্ট্রমাতা ঠিক আছে। কিন্তু রাষ্ট্রপিতা!

Harun Rashid
১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৫:৩২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া/ আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেয়া হয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status