বিনোদন
কটাক্ষের জবাব দিলেন সাবা
বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
তিন বছর আগে হৃতিক রোশানের জীবনে আসেন গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ। সম্প্রতি সাবা তার ‘হু ইস ইওর গাইন্যাক’র দ্বিতীয় সিজন প্রকাশের ঘোষণা দেন। যা দেখে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ভেবেছিলাম সিজন-২ কখনোই আসবে না, আসলে ম্যাডাম তো গ্রিক গডের অফিশিয়াল গার্লফ্রেন্ড। যা দেখে মেজাজ হারিয়ে সাবা বলেন, আঙ্কেল জি! আপনার জগতে বোধ হয় কেউ প্রেমে পড়লেই অক্ষম হয়ে যান!