বিনোদন
‘পড়শী ও বর্ণমালা’য় মাতলো জেদ্দা
স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক কনসার্ট। আর এই কনসার্টে চারদিন অংশ নিয়েছেন বাংলাদেশের শিল্পীরা। মূলত সৌদি আরব রাষ্ট্রীয়ভাবেই আয়োজন করেছিল এ কনসার্ট। আর সেখানেই এবার জেদ্দা মাতিয়ে দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী ও তার ব্যান্ড বর্ণমালা। এ গায়িকা জানান, জেদ্দায় প্রায় ১ লাখ দর্শকের সামনে গান গেয়েছেন তিনি। পড়শী বলেন, আমি আমার ব্যান্ডসহ গত বছর পারফর্ম করেছিলাম রিয়াদে। এবার সৌদি আরবের জেদ্দায় কনসার্ট করেছি। ৭ তারিখ শুরু হয়েছিল এ অনুষ্ঠান। প্রবাসীদের ভালোবাসা সব দেশে গেলেই পাই। তবে, এবার এত দর্শকের সামনে পারফর্ম করেছি, সেই অনুভূতি একেবারে অন্যরকম। আমরা বর্ণমালার সদস্যরা খুব উপভোগ করেছি কনসার্টটি। এদিকে, দেশে ফিরেই নতুন গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পড়শী। সবশেষ আরেফিন রুমি’র সঙ্গে পড়শীর ‘ঘুম হয়ে যা’ শীর্ষক একটি গান প্রকাশের পর ব্যাপক প্রশংসিত হয়েছে। ঈদে প্রকাশ হয়েছে এ গায়িকা অভিনীত নাটক ‘প্রেমেরই পরশে’। পড়শী’র প্রযোজনায় এ নাটকটি তার নিজের চ্যানেলে প্রকাশ হয়। এতে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান।