অনলাইন
নাহিদ, আমরা সবাই নতুন বাসা খুঁজছি
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৬ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে নাহিদ ইসলামকে নিয়ে ফেসবুকে একটি ছবিযুক্ত পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্ক দেব। অর্ক দেবের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
'নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাটায় বাংলাদেশ সময় রাত একটা দশ। তার আগে দেড় ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীর স্থির, বক্তব্যে অবিচল। তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত-পায়ের ছবি। বাইশে জুলাইয়ের সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অ ত্যা চা র করার পর চোখ-হাত-পা বেঁ ধে রাস্তায় ওঁকে ফেলে রাখা হয়। এ ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি।
নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে, বরাতজোরেই। নাহিদের বন্ধুরা, চেনামুখ কত মরেছে। নাহিদ উঠে দাঁড়িয়েছে। মারের ব্যবস্থাপক পালিয়েছে। নাহিদরা সরকার গডেছে, ঠিক করেছে, ভুল করেছে। কিন্তু চেষ্টা করেছে। আমার উপলব্ধি, নাহিদ-মাহফুজরা জানে ওঁরা কোন রাজনীতি করতে চায়। ওঁদের আত্মপ্রশ্ন আছে। নিজেকে জানার অহংও আছে। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। আজ সেই রাজনীতি, সেই ডিসকোর্স একটা অবয়ব চাইছে, নাহিদ তাই বেইলি রোডের বাংলো, কনভয় ছেড়ে, আজ থেকে আবার রাস্তায়। যে রাস্তায় ওঁকে চোখ বেঁধে ফেলে রেখে গেছিল র্যাব।
নাহিদ, এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উল্টোপথে হাঁটা শুরু আজ থেকে। মনে পড়ছে আপনার কালশিটে। মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি, ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের-বিপক্ষের-প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও, তাদের সবার।'
পাঠকের মতামত
নতুনদের হাতেই দেশ নিরাপদ।
নাহিদদের প্রতি মানুষের প্রত্যাশা বেশী ।তাই ভয় ও হয় আবার ও না হোচট খায় প্রত্যাশিত আগামী ।
সত্য সতত সুন্দর। সেই প্রত্যাশায় র ইলাম।
please go to ahead. congulation for new political parts .
salute
Assalamu Alikum brother Nahid, I am hoping peoples of Bangladesh will understand the reality of democracy and they’ll stand by your side. May Allah bless you.
ধন্যবাদ ক্যাপটেন ফেন্টাসষ্টিক। আগামীতে মহান আল্লাহ্ তোমাকে আরও সন্মানিত করুন। তোমাদের নতুন দলের প্রতি শুভ কামনা। সবাই ভালো থেকো আমাদের ভালো রেখো।
অভিনন্দন, তোমার হাত ধরে আসুক জুলুমবিহীন সমাজ।
alllah helps to new BD
নাহিদকে আল্লাহ্ তায়ালা পূর্ণ নিরাপত্তা ও সুস্থতা দান করুন। আসলে আমরা যত কথা বলি, একমাত্র ইসলামের মধ্যে শান্তি ও নিরাপত্তা। তাই এই মুহূর্তে ইসলামী অনুশাসন খুবই জরুরী। বিগত সময়ে আমরা দেখেছি তথা কথিত দল ও ব্যক্তিরা কী অবস্থা করেছে। এজন্য সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান করছি।
এই ছেলেগুলার হাত দিয়েই এই বাংলাদেশকে একটা সত্তিকারের সুন্দর দেশে পরিণত কর আল্লাহ্। আমিন।
Salute to you my Great Ladder NAHID.
আপনার মাধ্যমে দেশের মানুষ সুন্দর একটি বাংলাদেশ গড়তে চায়।
সত্যের পথে হোক অবিচল যাত্রা, আমরা আছি সত্যের সাথে, তারুণ্যের সাথে।।।। জুলুম, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ দেশ করতে চাই।। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোন।।
Congratulation, mr nahid islam
নাহিদ আল্লাহ আপনাকে কামিয়াব করবে। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি।
নাহিদ ইসলাম এ-র প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। শুভ হোক ওর ভবিষ্যৎ পথচলা। আল্লাহ পাক রাব্বুল আ'লামীন ওর সহায়ক হোক।
Go ahead comred
অভিবাদন জানাই মহাবীর জনাব নাহিদ ইসলামকে,আপনার জন্য পুরোজাতী দোয়া,আশীর্বাদ,শুভকামনা করছে এবং সব সময়ে করবে,আপনার এবং বাংলাদেশের হতভাগা নাগরিকদের জন্য সামনে অনেক কঠিন পথ,আমরা ধৈর্য্য এবং সাহস,বিচক্ষণতার সাথে অতিক্রম করবো ইনশাআল্লাহ্,
পথ যতই কঠিন হোক বিজয় অবশ্যম্ভাবী। নাহিদ ইসলামের জন্য প্রানঢালা শুভকামনা।
স্বাধীনতার পরবর্তী ৫৩ বছরে যা বাংলাদেশের কোন রাজনৈতিক দল থেকে জনগণ কিছুই পাইনি, ক্ষমতার অদল বদল হয়েছে,সবাই সবার আখেরে গুছিয়েছে, বাংলাদেশের দানবদের বিতাড়িত করে নাহিদ ভাইয়েরা যেভাবে মানুষকে আসার আলো দেখিয়েছে, নতুন দল গতরের পর আমরা সেই আশার আলো দেখব। এটাই আমাদের প্রত্যাশা। আমরা সাধারণ পাবলিক সব সময় নাহিদ ভাইদের সাথে থাকবো। শুভকামনা।
We have together
পথ যতই কঠিন হোক বিজয় অবশ্যম্ভাবী। নাহিদ ইসলামের জন্য প্রানঢালা শুভকামনা।
কমরেড! সত্যিকারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাশে আছি আমরা।
This writing really reflect educated journalist. Excellent writing. Thank you Mr. Arko Deb