ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স-এ আকর্ষণীয় ঈদ অফার

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩ মার্চ ২০২৫, সোমবার, ৬:৩৮ অপরাহ্ন

mzamin

ঈদ উপলক্ষ্যে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। দেশজুড়ে এপেক্স’র ৩শ’টি আউটলেটে এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। লয়ালটি প্রোগ্রামকে আরো আকর্ষণীয় করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। টেলিযোগাযোগ সেবার বাইরে গ্রাহকদের অনন্য সুবিধা প্রদানের এই পদক্ষেপটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির সম্প্রতি এ বিষয়ক চুক্তিটি সই করেন। রাজধানীর গুলশানে অ্যাপেক্স হেড অফিসে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যে কোন এপেক্স আউটলেট বা অনলাইনে (www.apex4u.com) কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩শ’ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। মাসব্যাপী অফারটি শুরু হয়েছে ১ মার্চ, ২০২৫ থেকে এবং প্রথম ১০ হাজার গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন। অফারটি গ্রহণ করতে ‘APEX’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের (প্লাটিনাম ও সিগনেচার স্টার গ্রাহক)। এরপর ছাড়ের জন্য তারা এসএমএস’র মাধ্যমে একটি ক্যুপন কোড পাবেন যা আউটলেটে দেখাতে হবে।  

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “জিপিস্টার গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরো সমৃদ্ধ করতে এপেক্স’র সাথে এই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস যা তাদের জন্য কার্যকর ও মানসম্মত সুবিধা নিশ্চিত করবে। আশা করি এই পার্টনারশিপের মাধ্যমে আকর্ষণীয় অফার উপভোগ করবেন গ্রাহকরা।”

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, “গ্রামীণফোনের সাথে চুক্তিবদ্ধ হয়ে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে এপেক্সে তাদের কেনাকাটা আরো আনন্দময় হয়ে উঠবে।”

প্রিমিয়াম গ্রাহকদের সবসময় মূল্যায়ন করে গ্রামীণফোন। তাদের সুবিধার জন্যই এই পার্টনারশিপ যাতে ঈদ উপলক্ষে তাদের কেনাকাটা হয়ে উঠে আরো আকর্ষণীয় ও উপভোগ্য।  

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status