বিবিধ
অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো – উচ্চশিক্ষার নতুন দিগন্ত
(১ সপ্তাহ আগে) ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৬:৩৬ অপরাহ্ন

উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম সেরা শিক্ষাগন্তব্য অস্ট্রেলিয়া। উন্নত শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের কোর্স কাঠামো, ক্যাম্পাসভিত্তিক গবেষণা সুবিধা, এবং বহুসাংস্কৃতিক শিক্ষাবান্ধব পরিবেশ দিন দিন আরও আকর্ষণীয় করে তুলছে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে।
শুধু একাডেমিক মানই নয় অস্ট্রেলিয়ায় রয়েছে স্নাতক অর্জনের পর চাকরি পাওয়ার সুযোগ, পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট, এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা রয়েছে যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ প্রাপ্তি হতে পারে। এইসব সম্ভাবনার কথা সরাসরি জানার ও মূল্যবান পরামর্শ পাওয়ার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল। আগামী ২৮ জুন ২০২৫, শনিবারে প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো। অনুষ্ঠানটি ঢাকার ওয়েস্টিন হোটেলে সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পাবেন। আরও জানতে পারবেন কোন কোর্স তাদের আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী উপযুক্ত, তা নিয়ে ব্যক্তিগত পরামর্শ পাবেন,। এছাড়াও আবেদন প্রক্রিয়া, ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কীভাবে এবং কোন যোগ্যতায় সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়া সম্ভব, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন, গ্র্যাজুয়েশন শেষে চাকরির সুযোগ ও পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীরা চাইলে অ্যাপ্লিকেশন ফি ছাড়াই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে অন-দ্য-স্পট আবেদন করতে পারবেন। এতে সময় যেমন বাঁচবে, তেমনি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাথমিক মূল্যায়ন পাওয়ার সুযোগও তৈরি হবে।
পিএফইসি গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে “এই এক্সপো শিক্ষার্থীদের জন্য একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম। এখানে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়া, স্কলারশিপ, ক্যারিয়ার গাইডেন্স—সব এক জায়গায় পাবেন। আমরা চাই বাংলাদেশের প্রতিভাবান শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান গড়ে তুলুক।”
এই এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থী যারা অন স্পট আবেদন করবেন, তারা উপহার হিসেবে পাবেন একটি স্মার্টওয়াচ। আর যারা সফলভাবে অস্ট্রেলিয়ার ভিসা পাবেন, তাদের জন্য রয়েছে একটি অ্যাকশন ক্যামেরা। এছাড়া থাকছে এইইএলটিস/পিটিই কোর্সে ৫০% ছাড়। আরও বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইটে www.pfecglobal.com.bd