ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

ইয়ুথ কো-ল্যাব স্প্রিংবোর্ড ৭.০: উদ্ভাবনী তরুণদের স্বীকৃতি

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ৬:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৫ অপরাহ্ন

mzamin

ইমপ্যাক্ট হাব ঢাকা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সিটি ফাউন্ডেশনের সহায়তায় ‘ইয়ুথ কো-ল্যাব স্প্রিংবোর্ড ৭.০’ আয়োজন করেছে, যা তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ ধারণাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। এই আয়োজনে প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত পর্বে পৌঁছানো ৯টি দল তাদের উদ্যোগ উপস্থাপন করে এবং শীর্ষ তিনটি দলকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হওয়া তিনটি দল হলো গ্রিন ডাই, রোবোলাইফ টেকনোলজিস এবং প্ল্যানেপাস্ট এআই, যারা তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক সম্ভাবনার জন্য সম্মাননা ও মোট ১১,৯০,০০০ টাকা পুরস্কার পেয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আবেদনপত্র আহবান করা হলে ১৭৭টি দল আবেদন করে, যাদের মধ্য থেকে ৩০টি দলকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয় এবং এরপর মূল্যায়নের ভিত্তিতে ৯টি দলকে স্প্রিংবোর্ড বুটক্যাম্পে অংশ নেওয়ার জন্য নির্বাচন করা হয়।

স্প্রিংবোর্ড বুটক্যাম্পটি ছিল দুই দিনের একটি বিশেষ প্রশিক্ষণ, যেখানে উদ্যোক্তারা ব্যবসায়িক মডেল, উপস্থাপনা দক্ষতা এবং নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল শেখার সুযোগ পান, যা তাদের স্টার্টআপকে আরও এগিয়ে নিতে সাহায্য করে। এই আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিটি বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার রুমানা আহমেদ, শপ আপের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ স্ট্র্যাটেজি অফিসার শাহীন সিয়াম, ইউএনডিপি এক্সপ্লোরেটরি ল্যাবের প্রধান ইফফাত আনজুম এবং আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটালের ইনভেস্টমেন্ট ম্যানেজার ওয়াহিদ আর চৌধুরী।


ইমপ্যাক্ট হাব ঢাকার ডিরেক্টর বিশ্বমিত্র চৌধুরী বলেন, স্প্রিংবোর্ডে অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তারা যে দক্ষতা ও নেটওয়ার্ক তৈরি করেছে, তা তাদের স্টার্টআপকে আরও কার্যকর ও টেকসইভাবে গড়ে তুলতে সহায়তা করবে।

ইউএনডিপি বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম ক্রমবর্ধমানভাবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এসডিজি অর্জনে এই উদ্যোগগুলো অত্যন্ত কার্যকর।

ইয়ুথ কো-ল্যাব বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে তরুণদের ক্ষমতায়ন ও স্টার্টআপ উন্নয়নে কাজ করছে, যেখানে বাংলাদেশ অন্যতম একটি অংশীদার দেশ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status