খেলা
‘মৌসুমের সেরা পারফর্মেন্স’ ছাড়া বিকল্প নেই লিভারপুলের
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৩:৫৯ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়নস লীগে দুরন্ত লিভারপুলকে এ মৌসুমে মাটিতে নামাতে পেরেছে কেবল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতলেও অলরেডদের মনে ভয় ঠিকই ধরিয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। আজ রাতে দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হচ্ছে লিভারপুল ও পিএসজি। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে অলরেড বস আর্নে স্লটও বলছেন যে, মৌসুমের সেরা খেলাটাই তার দলকে খেলতে হবে।
শেষ ষোলোর প্রথম লেগে গত বুধবার পার্ক দে প্রিন্সেসে একপ্রকার ভাগ্যের কাছেই হারতে হয় স্বাগতিকদের। সেদিন গুনে গুনে ২৭টি শটের মধ্যে ১০টিই লক্ষ্যে রাখে পিএসজি। বিপরীতে সফরকারী লিভারপুলের ২টির মধ্যে লক্ষ্যে থাকে কেবল একটি শট। প্রথমদিকে প্যারিসিয়ানরা এক গোল করলেও তা বাতিল হয় অফসাইডের কারণে। গোলকিপার আলিসন বেকারের অসাধারণ পারফর্মেন্সের দিন পরে আর জাল খুঁজে পায়নি পিএসজি। ব্রাজিলিয়ান এই গোলকিপার সেদিন ৯টি সেভ করেন।
ম্যাচের শেষদিকে বদলি হিসাবে নামা হার্ভি এলিয়টের একমাত্র গোলে প্যারিস থেকে জয় নিয়ে ফেরে লিভারপুল। ম্যাচের পর স্লট অকপটে স্বীকার করেন যে, এক পর্যায়ে তিনি জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন। দ্বিতীয় লেগে আজ রাতে তার দল অ্যানফিল্ডে আতিথেয়তা দেবে প্যারিসিয়ানদের। ম্যাচের আগের দিন অলরেড বস সোজাসাপ্টা জানিয়ে দিলেন, সফরকারীদের হারাতে হলে নিজেদের চলতি মৌসুমের আগের সব পারফর্মেন্স ছাপিয়ে যেতে হবে।
এ প্রসঙ্গে স্লট বলেন, ‘হ্যাঁ, আমার এটিই মনে হয় (দলকে মৌসুমের সেরা পারফর্মেন্স করতে হবে), কারণ এ মৌসুমে আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে পরিপূর্ণ দল এটিই।’ আগের লেগের কথা মনে করিয়ে তিনি যোগ করেন, ‘তারা এতটা পরিপূর্ণ ও এত ভালোভাবে কোচিং পাওয়া দল, গত বুধবারে আমাদের সেই অভিজ্ঞতা হয়েছে। কিছু লোক বলেছে আমরা বাজে খেলেছি। আমি একমত নই, বরং ওরাই অসাধারণ খেলেছে।’ আজ রাতে এর আগের ম্যাচে এস্তাদিও অলিম্পিক দে লুইসে বেনফিকাকে আতিথেয়তা জানাবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
পর্তুগিজ ক্লাবটির সঙ্গে আগের লেগের দেখায় ১-০ গোলে জয় নিয়ে ফেরে কাতালানরা। স্বদেশী লেভারকুজেনের মাঠে খেলবে বায়ার্ন মিউনিখ। আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথম লেগে ৩-০ গোলের জয়ে এগিয়ে আছে বাভারিয়ানরা। অন্য ম্যাচে ইন্টার মিলানের মাঠে খেলবে ফেইনুর্দ। আগের লেগে ২-০ গোলের জয়ে এগিয়ে থাকবে ইতালিয়ান জায়ান্টরা।