খেলা
সাকিব এখন ফের ‘অলরাউন্ডার’
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৪ অপরাহ্ন

মাঝে কিছুদিন পরিচয়টা ছিল শুধুমাত্র ‘ব্যাটার’ সাকিব আল হাসান। এবার ফের ‘অলরাউন্ডার’ বনে গেলেন সাবেক টাইগার অধিনায়ক। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই আর হাত ঘুরাতে বাধা নেই সাকিবের। দেশসেরা এই অলরাউন্ডারকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল।
সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গত সেপ্টেম্বরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিব আল হাসান। খবরটি সেই সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কেননা এর আগে বয়সভিত্তিক ক্রিকেট থেকে এতদূরের পথ পাড়িতে কখনওই এমন অভিযোগ ওঠেনি বাঁহাতি এই বোলারের বিরুদ্ধে। এরপর এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন দিয়ে অকৃতকার্য হন সাকিব আল হাসান। চেন্নাইতে পরের পরীক্ষা দিয়েও একই সিদ্ধান্ত বহাল থাকে। পরে বিসিবির একটি সূত্র জানায় যে চেন্নাইয়ের পরীক্ষায় আসা ফলাফলে কারিগরি ত্রুটি থাকতে পারে। তাই আবারও দ্বিতীয় পরীক্ষায় সুযোগ পাবেন সাকিব। এবার সেই লাফবোরোতে ফিরে গিয়ে মুক্তি মিললো সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সারের হয়ে ম্যাচটি খেলার পর ওই মাসেই ভারত সফরে দু’টি টেস্ট খেলেন তিনি। নভেম্বরে আবু ধাবি টি-টেন ক্রিকেট লীগে ৭ ম্যাচ খেলেন বাংলা টাইগার্সের হয়ে। পরে শ্রীলঙ্কাতেও খেলেও টি-টেন লীগে। এই টুর্নামেন্ট চলাকালীনই নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে তার ওপর। পরে টুর্নামেন্টে খেলেন শুধু ব্যাটার হিসেবে। এরপর আর কোনও স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে।
জানা যায়, এই পরীক্ষার উদ্দেশ্যে গত ২৭শে ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান বাঁহাতি এই স্পিনার। সপ্তাহ দুয়েকের মতো সারে দলের সঙ্গে অনুশীলন করেন কিয়া ওভালে। সেখানে সাকিবকে সবধরনের সহযোগিতা করে সারে। অনুশীলন থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম, লজিস্টিক সুবিধা, সব কিছুই তিনি পেয়েছেন সেখানে। বোলিংয়ের পাশাপাশি তিনি ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। প্রতিদিন প্রায় ৪ ঘন্টা অনুশীলন করেছেন রোজা রেখেই।
রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের দেশে আসার সম্ভাবনা একদমই ক্ষীণ। ৫ আগস্টের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। অক্টোবরে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও নিরাপত্তার শঙ্কায় সেটিও হয়নি। বোলিং নিষেধাজ্ঞার কারণে শুধুমাত্র ব্যাটার সাকিবের জায়গা হয়নি টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াডেও। নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে গেলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা এখনও থাকছেই। তবে এতকিছুর ভেতর পুনরায় সাকিবের ‘অলরাউন্ডার’ তকমা পাওয়াটাই বা কম কীসে!
পাঠকের মতামত
Alrounder for earning illegal money also.