ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘বুমরার বলে এখন চমকে দেয়ার মতো কিছু নেই’

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৫, শুক্রবার
mzamin

আগামী জুনে ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সব ঠিক থাকলে সিরিজে ভারতীয়দের ‘বোলিং মেইনম্যান’ থাকবেন যথারীতি জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের চ্যালেঞ্জটা মানলেও নিজেকে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী বেন ডাকেট। ইংলিশ এই ব্যাটারের মতে, বুমরাহর বোলিংয়ে আর চমকে দেবার মতো কিছু নেই।
এখনও চোট সারিয়ে ক্রিকেটে ফিরতে পারেননি বুমরাহ। ঠিক কবে নাগাদ বল হাতে নিতে পারবেন, নেই সেই নিশ্চয়তাও। বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে আছেন ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার। বুধবার এক সংবাদ সম্মেলনে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস দলের কোচ মাহেলা জয়াবর্ধনে জানান কেবলই উন্নতি শুরু করেছেন তার শিষ্য। এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, বিসিসিআইয়ের মেডিকেল দলের সবুজ সংকেত পেলে এপ্রিলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেন বুমরাহ। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে জুনে বুমরাহর সঙ্গে ইংলিশদের সামলাতে হবে মোহাম্মদ শামিকেও। শুরুতে এ দুজনকে সামলাতে পারলে বড় রানের হাতছানি থাকবে স্বাগতিকদের। মেইল স্পোর্টসকে এ প্রসঙ্গে ডাকেট বলেন, ‘পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আমি তার (বুমরাহর) মুখোমুখি হয়েছি। খুব ভালো করেই জানি যে সে কীভাবে আমাকে বোলিং করবে। ভালো একটি ব্যাপার হচ্ছে, তার কৌশলগুলো এখন আমার জানা। এমন কিছুই আর নেই যা কি না আমাকে চমকে দিতে পারে।’ বাঁহাতি এই ব্যাটার বলেন ‘(বুমরাহকে সামলানো) অবশ্যই চ্যালেঞ্জিং হবে এবং নতুন বলে মোহাম্মদ শামির কৌশলও বুমরাহর মতোই চ্যালেঞ্জিং। তবে শুরুর স্পেল উতরে গেলে আমি মনে করি বড় রানের সুযোগ থাকবে।’ ইংলিশদের এই টপ অর্ডার ব্যাটার যে সিরিজটির কথা বলছেন সেটি গত বছর ভারতের মাঠে গড়ায়। স্পিনারদের দাপুটে ফর্মে থাকা সেই সিরিজে একবারই বুমরাহর বলে আউট হন ডাকেট। সেবার রাজকোটে ১৫৩ রানের ইনিংস খেললেও বাকি ৯ ইনিংসে ফিফটি করতে পারেননি তিনি। ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে স্বাগতিকরা। এবার নিজেদের মাঠে অন্য বাস্তবতা অপেক্ষা করছে বলে মনে করেন এই ৩০ বছর বয়সী ব্যাটার। তিনি বলেন, ‘ঘরের মাঠে ভারতীয় দল থেকে দেশের বাইরের ভারতীয় দল সম্পূর্ণ আলাদা। আমি মনে করি এই দলকে আমাদের হারানো উচিত এবং আমরা হারাতে পারব। এটি ভালো একটি সিরিজ হবে।’ চলতি বছরের শুরু থেকেই মাঠের বাইরে রয়েছেন জসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠের চোটের পরে আর কোনো ম্যাচে খেলতে পারেননি তিনি। সদ্য পর্দা নামা চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরাহকে ছাড়াই রেকর্ড তৃতীয়বার শিরোপা ঘরে তোলে ভারত।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status