খেলা
‘রোজাদার’ ইয়ামালকে নিয়ে আপত্তি নেই স্প্যানিশ কোচের
স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৫, শুক্রবার
উয়েফা ন্যাশনস লীগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে স্পেন। প্রথম লেগ নেদারল্যান্ডসে। আগামী রোববার ফিরতি লেগ হবে স্পেনে। দুই ম্যাচেই স্পেন জাতীয় দলের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন লামিন ইয়ামাল। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, এ ব্যাপারে তার কোনো আপত্তি নেই।
ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে ফুয়েন্তে বলেন, ‘এটি আমাদের কাছে সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। ক্লাবে (বার্সেলোনা) সে যে নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করছে, এখানে সেটিই করবে। চিকিৎসা দল এবং পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে।’ স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনস লীগ জেতানো কোচ বলেন, ‘সকল বিশ্বাসের (ধর্ম) প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। খেলার জন্য সে সেরা অবস্থায় আছে। আগে যদিও কখনও আমি এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। তবে আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’ রোজা রেখে খেলতে সমস্যা হয় না লামিন ইয়ামালের। এ প্রসঙ্গে ডিএজেএনের সঙ্গে এক সাক্ষাৎকারে এই বার্সা ফরোয়ার্ড বলেন, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরকে পানিশূন্য না রাখা। ক্লাবে (বার্সেলোনা) আমি এ বিষয়ে খুব সতর্ক ছিলাম। (ফজরের) নামাজ পড়ার জন্য আমি ভোর ৫টায় উঠি। এরপর ইলেক্ট্রোলাইট জাতীয় পানি পান করি, যা সারাদিন আপনার শরীরকে পানিপূর্ণ রাখবে। খাওয়ার সময় (ইফতার) হলে আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। এর পরিবর্তে প্রচুর পানি পান করি। তাই সবকিছু নিয়ন্ত্রণে থাকে।’ ইয়ামালের আগেও বেশ কয়েকজন মুসলিম ফুটবলারকে রোজা রেখেই মাঠে দৌড়াতে দেখেছে ফুটবল বিশ্ব। তাদের মধ্যে অন্যতম করিম বেঞ্জেমা, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, আশ্রাফ হাকিমি ও এনগোলো কান্তে।