খেলা
যে ২৪ জনকে নিয়ে ভারত গেলেন কাবরেরা
‘হামজার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত’
স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৫, শুক্রবার
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল সকালে ২৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাদ পড়েছেন আলোচনার তুঙ্গে থাকা ফাহমিদুল ইসলাম এবং চোটের কারণে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিং। রাতেই শিলংয়ের উদ্দেশে দেশ ছেড়ে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগের রাতে প্রথমবারের মতো দলের হয়ে অনুশীলন করেন বৃটেন প্রবাসী সুপারস্টার হামজা চৌধুরী।
২৪ জনের স্কোয়াডে গোলকিপার ৩ জন, রক্ষণভাগের ৭ জন, আক্রমণভাগে ৫ জন এবং মাঝমাঠের খেলোয়াড় হিসেবে আছেন সর্বোচ্চ ৯ জন। পোস্টারবয় হামজা চৌধুরীর সঙ্গে মাঝমাঠের দায়িত্বে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, তরুণ তুর্কি শেখ মোরসালিন, দীর্ঘদিন কানাডায় কাটিয়ে আসা সৈয়দ শাহ কাজেম কিরমানি। কাজেমের আরেকটি পরিচয় তিনি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার হালিম শাহর পুত্র। ভারতের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে প্রাথমিকভাবে ৩৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে এফএ কাপ ও ইংলিশ সুপার কাপ জেতা হামজা চৌধুরী। ক্যাম্পের উদ্দেশে সৌদি আরবে যাবার আগেই একসঙ্গে ৮ জনকে ছেঁটে ফেলেন কোচ কাবরেরা। সেই ক্যাম্পে মিডফিল্ডার পাপন সিং ও ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা চোটে পড়লে স্কোয়াড নেমে আসে ২৮ জনে। সেখান থেকে আরও ৪ জনকে বাদ দিয়ে গতকাল প্রকাশিত হয় চূড়ান্ত স্কোয়াড। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আমাদের কোচিং স্টাফ যে পরিকল্পনা করছে, সে অনুযায়ীই আমাদের খেলার ধরন নির্ধারিত হবে। তবে এবারের সফরে আমরা একটু বাড়তি আশাবাদী।
দলের সবাই অনুভব করছে যে, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি পুরো দলের পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত হয়েছে, যা আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে।’ দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে আশার বানী শুনিয়েছেন তপু বর্মণও। জাতীয় দলের এই ডিফেন্ডার বলেন, ‘হামজা কাল (বুধবার) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে। অবশ্য এটি আমাদের জন্য একটি ভালো ব্যাপার। সে ফিট আছে, আমরাও ফিট আছি। খুব সহজেই আমাদের সঙ্গে হামজা মানিয়ে নিয়েছে, এটি ইতিবাচক।’
আগামী মঙ্গলবার সন্ধ্যায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। স্টেডিয়ামটি স্থানীয়দের কাছে পরিচিত ‘পোলো গ্রাউন্ড’ নামে।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন।