ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

আরেকটি বিধ্বংসী সেঞ্চুরি নাঈম শেখের

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, শনিবার
mzamin

মিরপুরে ১৭৬ রানের ইনিংসের দিন আক্ষেপ ছিল ডাবল সেঞ্চুরির! এরপর টানা দুই ম্যাচে রান পেলেন না। তবে রানে ফিরতে বেশি সময়ও নিলেন না নাঈম শেখ। গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিয়েছেন আরেকটি বিধ্বংসী সেঞ্চুরি। আর তাতে সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

ঢাকা প্রিমিয়ার লীগে গতকাল বিকেএসপি’র ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। ১৬০ রানের লক্ষ্য মাত্র ২০.১ ওভারে ছুঁয়ে ফেলে ব্যাংকের দলটি। ৬৪ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৪ রান করেন নাঈম। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। সাত ম্যাচে প্রাইম ব্যাংকের এটি চতুর্থ জয়। টেবিলের পাঁচ নম্বরে তারা। স্রেফ এক জয়ে তলানিতে শাইনপুকুর।

রান তাড়ায় প্রথম ওভারে শাহিন আলমের বলে দুটি চার দিয়ে শুরু করেন নাঈম। সেখান থেকে শুধু বাউন্ডারির বন্যা বইয়ে দেন তিনি। ৩৬ বলে পূর্ণ করেন পঞ্চাশ।  অন্য প্রান্তে নাঈমকে দারুণ সঙ্গ দেন সাব্বির হোসেন। উদ্বোধনী জুটিতে মাত্র ৯৪ বলে আসে ১২০ রান। ১৬তম ওভারে আউট হওয়ার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৪৮ রান,। শাহাদাত হোসেন দীপুকে নিয়ে এরপর ম্যাচ শেষ করেন নাঈম। ৬৩ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দশম লিস্ট ্তুএ্থ সেঞ্চুরি । চলতি লীগে এরই মধ্যে ৭ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৫৯ রান করে ফেলেছেন নাঈম। গড় ৭৬.৫০, স্ট্রাইক রেট ১২০.৭৯। আর কোনো ব্যাটার এখনও পর্যন্ত চারশ রানও করতে পারেননি। ২০২৩ সালের প্রিমিয়ার লীগে ৯৩২ রান করে জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছিলেন নাঈম। ওই বছরই সেপ্টেম্বরের পর আবার বাদ পড়ে যান তিনি। এবার আবারও উড়ন্ত ছন্দে আছেন তিনি, এর আগে এনসিএল-বিপিএলেও ছিলেন দুর্দান্ত ফর্মে। সবমিলিয়ে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন এই বাঁহাতি ব্যাটার। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারায় শাইনপুকুর। পাঁচ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৩৮ রান করেন ফারজান আহমেদ। এছাড়া ২৫ ছুতে পারেন আর দুই ব্যাটসম্যান। শেষ দিকে শরিফুল ইসলামের ২২ রানের সৌজন্যে দেড়শ পেরোয় তারা। ১০ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম। ২১ রান খরচায় বাঁহাতি পেসার শফিকুল ইসলামেরও শিকার ৩ উইকেট। ৩ মেডেনসহ ৩৭ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন।

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status