খেলা
‘২০০০তম’ গোলে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন

১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দল প্রথম গোলটি করে মন্টভিডিওতেই, এই উরুগুয়েরই বিপক্ষে। কালের পরিক্রমায় আর্জেন্টাইনরা তাদের ২০০০তম গোলটি পেল সেই একই শহরে, একই দলের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ সকালে থিয়াগো আলমাদার চোখ ধাঁধানো একমাত্র গোলে জিতে যায় আলবিসেলেস্তেরা। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে বিশ্বকাপের মূল পর্বের দিকে আরও অনেকটা এগিয়ে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৬ ফিফা বিশ্বকাপ নিশ্চিত করতে লিওনেল স্কালোনির শিষ্যদের দরকার আর মাত্র ১ পয়েন্ট। আগামী বুধবার নিজেদের ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই মূল পর্বের টিকিট কাটবে সে ম্যাচের স্বাগতিকরা। এদিনের জয়ের পর ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের তালিকায় সবার উপরে আর্জেন্টিনাই। সমানসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডোর। ২০২৩-এর নভেম্বরে বুয়েনস এইরেসে গিয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। এদিনের জয়ে সেই প্রতিশোধও নিয়ে নিল আর্জেন্টাইনরা। মন্টভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে আজ চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দলের মহাতারকা লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্টিনেজরা। এ কারণে আক্রমণভাগে সফরকারীরা তেমন জ্বলে উঠতে পারেনি। ঘরের মাঠে স্বাগতিক উরুগুয়েও কাজের কাজ কিছুই করতে পারেনি। পুরো ম্যাচে ৬টি শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারে উরুগুইয়ানরা। অন্যদিকে ১২টির মধ্যে ৪টি শট লক্ষ্যে থাকে আর্জেন্টিনার। আক্রমণভাগে শক্তি হারিয়ে শুরু থেকেই ভুগেছে সফরকারী দল। বিরতির বাঁশি বাজার আগে এঞ্জো ফার্নান্দেজের এক ফাউলকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়দের মধ্যে এক চোট কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কিও হয়ে যায়। মাঠে ফিরে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দু’দলই।
৬২তম মিনিটে জুলিয়ানো সিমিওনের শট পা দিয়ে ঠেকিয়ে দিয়ে আর্জেন্টাইনদের গোলের অপেক্ষা বাড়ান গোলকিপার সার্জিও রোচেত। তবে ৬ মিনিট পর তা আর পারেননি। ডি বক্সের বাঁ প্রান্তে দৌড়ের সঙ্গে উরুগুইয়ান এক ডিফেন্ডারকে কাটান হুলিয়ান আলভারেজ। এক পাক ঘুরে বল ঠেলে দেন অরক্ষিত আলমাদার কাছে। বক্সের অনেকটা বাইরে থেকেই কোনাকুনি শটে দুর্দান্তভাবে জালে বল জড়ান এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। হাওয়ায় নিজেকে মেলে দিয়েও বল আটকাতে পারেননি স্বাগতিকদের গোলকিপার। ম্যাচের যোগ করা সময়ে নাহিতান ন্যান্দেজকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সিমিওনের বদলি হিসেবে নামা নিকোলাস গঞ্জালেজ। পেছন থেকে বল নিতে গিয়ে উরুগুয়ের মিডফিল্ডারের মুখে বুট দিয়ে আঘাত করেন গঞ্জালেজ।