খেলা
খেলোয়াড়দের অভিযোগে আইপিএল ধারাভাষ্য থেকে বাদ ইরফান পাঠান
স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, রবিবার
এবারের আইপিএলে ভারত ও ভারতের বাইরের বর্তমান ও সাবেক ৫০-এর বেশি ক্রিকেটার ম্যাচে ধারাভাষ্য দেবেন। যেখানে জায়গা পাননি ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। ভারতের ক্রীড়া সংবাদমাধ্যম ‘মাই খেল’ এর দাবি, ভারতীয় কিছু ক্রিকেটার পাঠানের বিরুদ্ধে অভিযোগ করায় তাকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।
সূত্রের বরাতে মাইখেল জানায়, পাঠান ধারাভাষ্যে ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে নেওয়া সিদ্ধান্ত টেনে আনেন বলে অভিযোগ করেছেন ক্রিকেটারেরা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পাঠানের নির্দিষ্ট এক ক্রিকেটারকে নিয়ে সমালোচনামূলক কথা সেই তারকা ভালোভাবে নেননি। ওই ক্রিকেটার তাঁকে ফোনে ব্লক করেছেন বলে জানিয়েছে সেই সূত্র। সূত্র আরও জানায়, আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের সঙ্গে আলাপচারিতায় সময় পাঠানের প্রচুর ‘অ্যাটিটিউড’ দেখানো ভালোভাবে নেয়নি বিসিসিআই। সূত্রটি বলেছেন, ‘এসব না হলে তার নাম (ধারাভাষ্য প্যানেলে) থাকত। গত দুই বছর ধরেই সে এটা করছে, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করছে, যেটা ভালোভাবে নেওয়া হয়নি।’
এবারের আইপিএলে অফিশিয়াল সমপ্রচারকারক স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যারা ১০টি ভিন্ন ভাষায় খেলা দেখাবে। এ ছাড়া ডিজিটাল স্বত্ব জিও হটস্টারের। ন্যাশনাল ফিড ধারাভাষ্যকারদের মধ্যে আছেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটনসন, বীরেন্দর শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্সসহ ২৫ জন বর্তমান ও সাবেক ক্রিকেটার। আর ওয়ার্ল্ড ফিডে রাখা হয়েছে রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ড্যানি মরিসন, ইয়ান বিশপ, অ্যালান উইলকিনসদের।