খেলা
৪০০তম ম্যাচে কোহলি গড়লেন আরেক কীর্তি
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২৩ মার্চ ২০২৫, রবিবার, ১২:১১ অপরাহ্ন

পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল)। উদ্বোধনী ম্যাচে শনিবার মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম ম্যাচ খেলতে নামেন বিরাট কোহলি। ব্যাট হাতে উপলক্ষটা রাঙিয়ে রাখলেন এই ভারতীয় মহাতারকা।
কলকাতার দেয়া ১৭৫ রান তাড়ায় ব্যাট করতে নেমে ঝলক দেখান দুই ওপেনার ফিল সল্ট ও কোহলি। ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলার দিন দুর্দান্ত কীর্তি নিজের করে নেন ভারতীয় তারকা ব্যাটার। ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারাইনের বল লেগ সাইডে খেলে এক রান নিয়ে কোহলির যখন ব্যক্তিগত রান ৩৮, তখনই ধরা দেয় সেই অর্জন। শাহরুখ খানের দলের বিপক্ষে হাজার রান সংগ্রহ করেন এই ডানহাতি ব্যাটার। কীর্তি যোগ হয় আরেকটি। আইপিএলে ভিন্ন ৪ দলের বিপক্ষে হাজার রান করা প্রথম ক্রিকেটার তিনিই। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেছেন ১০৫৭ রান, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আছে ১০৫৩ রান এবং পাঞ্জাব কিংসের সঙ্গে করেছেন ১০৩০ রান। আইপিএলে ভিন্ন ৩ দলের বিপক্ষেও হাজার রান নেই আর কারও। দুই দলের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার (কলকাতা, পাঞ্জাব) ও রোহিত শর্মা (কলকাতা, দিল্লি)। চেন্নাইয়ের বিপক্ষে হাজার রান আছে শিখর ধাওয়ানের। এর আগে গত আসরে এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নেয় বেঙ্গালুরু। সেই ম্যাচে ব্যক্তিগত ৩৩ রান করার পথে ৮ হাজার রানের কীর্তি গড়েন বিরাট কোহলি। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এদিনের ম্যাচে ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলে সল্ট আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান কোহলি। দ্রুত রান তুলে আউট হন অধিনায়ক রজত পাতিদার (১৬ বলে ৩৪)। পরে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন কোহলি। ১৬.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু।