খেলা
পেনাল্টি মিস করেও কথা রাখলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১১:১৪ পূর্বাহ্ন

প্রথম লেগে রাসমুস হয়লুন্দের উদযাপনটা হতাশ বদনে দেখছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের আগে বললেন, ঘুরে দাঁড়াবে পর্তুগাল, নিজেও গোল করে উদযাপনটা ফিরিয়ে দেবেন। রোববার লিসবনে ডেনমার্কের বিপক্ষে করলেনও তাই। উয়েফা ন্যাশনস লীগের কোয়ার্টার ফাইনালে ৫-৩ গোলে জিতেছে জিতল পর্তুগাল। পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত গোল উপহার দেন পর্তুগিজ মহাতারকা।
আগের লেগে ১-০ গোলের জয়ের পর হয়লুন্দ তার উদযাপন সম্পর্কে ব্যাখ্যা করেন। জানান, খুঁচিয়ে কিংবা অপমান করে নয়, রোনালদোকে সম্মান আর শ্রদ্ধা থেকেই ‘সিউ’ করেছিলেন। কেননা সিআরসেভেনই তার শৈশবের আইডল। তিনি বলেন, ‘এটা আমার আদর্শের জন্য। এমন না যে আমি তাকে ব্যঙ্গ করছি বা তেমন কিছু। আমি সব সময় বলেছি, আমার এবং আমার ফুটবল ক্যারিয়ারে জন্য সে অনেক গুরুত্বপূর্ণ।’ ম্যাচের পর ব্যাপারটা সম্মানের সঙ্গেই নেন পর্তুগিজ ফরয়ার্ড। জানান যে শুধু হয়লুন্দ নয়, পৃথিবীর ভিন্ন খেলার অনেক খেলোয়াড়ই আছেন যারা তারা মতো উদযাপন করতে ভালোবাসেন এবং করেনও। এরপরই হাসতে হাসতে বলেন, ‘আশা করি আগামীকাল (গতকাল) আমিও তার সামনে উদযাপন করতে পারব। এটা দারুণ হবে।’ সেই ‘দারুণ’ হবার পথটা প্রথমে কঠিন করে ফেলেন ৪০ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। ডি বক্সের ভেতর রোনালদোকেই পেছন থেকে ধাক্কা মেরে বসেন ডেনিশ ডিফেন্ডার প্যাট্রিক ডর্গু। স্পটকিক থেকে গোল মিস করে সবাইকে হতাশায় ডোবান দ্বিতীয় সর্বোচ ৫ বারের ব্যালন ডিঅর জয়ী ফুটবলার। তবে দল যখন দুই লেগ মিলিয়ে ২-১ গোলে পিছিয়ে, তখনই ম্যাচের গুরুত্বপূর্ণ গোলটি করেন তিনিই। ৭২তম মিনিটে সেই গোলের পর চিরায়ত উদযাপনটা করে কথা রাখেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে তার গোল হলো ১৩৬টি আর সবমিলিয়ে ৯২৯তম। যদিও এখানেই নাটকীয়তার শুরু কিংবা শেষ হয়। এর আগে ম্যাচের ৩৮তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। বিরতির পর মাঠে ফিরে ৫৬তম মিনিটে দলকে সমতায় ফেরান রাসমুস ক্রিস্টিনসেন। এরপর গোল করলেন রোনালদো। ৭৬তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ফের ম্যাচে সমতায় এবং দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে যায় সফরকারীরা। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে ফ্রান্সিসকো ট্রিনকাওয়ের গোলে ৩-৩ সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর যদিও একক আধিপত্যে ম্যাচ জিতে নেয় পর্তুগাল। ৯১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ট্রিনকাও আর ১১৫তম মিনিটে দলের শেষ গোলটি করেন রোনালদোর বদলি হিসেবে নামা গনসালো রামোস। দ্বিতীয় লেগে ৫-২ আর দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতে যায় পর্তুগাল। ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগিজরা খেলবে জার্মানির বিপক্ষে।