খেলা
লা লিগায় বার্সার চেয়ে বেশি জনপ্রিয় নয় কোনো দল
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ৩:৩৩ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগায় দারুণ ফর্মে আছে বার্সেলোনা। চলতি বছরে এখন পর্যন্ত হারেনি কাতালানরা। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে হান্সি ফ্লিকের শিষ্যরাই। দারুণ ফর্মে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। সমানসংখ্যক পয়েন্টে এক ম্যাচ বেশি খেলে অল হোয়াইটরা আছে দুইয়ে। এবার মাঠের বাইরের দ্বৈরথটাও জানা গেল দু’দলের। এখানেও এগিয়ে কাতালান ক্লাবটি। অডিও ভিজুয়াল এবং ডিজিটাল পরামর্শ সংস্থা বার্লভেন্তো কমিউনিকেসিওন -এর নতুন প্রতিবেদন অনুযায়ী, লা লিগার চলতি মৌসুমে সবচেয়ে জনপ্রিয় দল বার্সাই।
স্পেনে ম্যাচপ্রতি বার্সা ও রিয়ালের টিভি দর্শকের সংখ্যা যথাক্রমে ১৫৮২০০০ এবং ১৪৮০০০০। অঙ্কের সংখ্যাটি কথায় তর্জমা করলে দাঁড়ায়, দেশটিতে বার্সার প্রতিটি ম্যাচ গড়ে উপভোগ করেছেন ১৫ লাখ ৮২ হাজার টিভি দর্শক। অন্যদিকে টিভিতে রিয়ালের ম্যাচ দেখেছেন ম্যাচপ্রতি গড়ে ১৪ লাখ ৮০ হাজার জন। অর্থাৎ, ভিনি-বেলিংহ্যামদের চেয়ে লেভানদোভস্কি-ইয়ামালদের ম্যাচ গড়ে ১ লাখ ২ হাজার জন বেশি দেখেছেন। এই তালিকাটি চলতি মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলেরই অনুরূপ। কেননা ৫৪ পয়েন্ট নিয়ে রিয়ালের পরেই তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচপ্রতি টিভি দর্শকের তালিকাতেও তিনে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বীরা। স্পেনে ছোট পর্দায় দিয়েগো সিমিওনের শিষ্যদের ম্যাচ দেখেছেন ১০ লাখ ৬৩ হাজার জন। এ তালিকায় চারে থাকা সেভিয়ার দর্শকসংখ্যাও একই। তবে এখন পর্যন্ত সেভিয়ার আটটি ম্যাচ ফ্রি টু এয়ার অর্থাৎ যেসব চ্যানেলে সাবস্ক্রিপশন ছাড়াই ম্যাচ দেখা যায়, সেসব চ্যানেলে দেখানো হয়েছে। আন্দালুসিয়ান ক্লাবটির ম্যাচই সবচেয়ে বেশিবার বিনামূল্যে দেখা গেছে। স্পেনের টিভিদর্শক তালিকায় সেরা পাঁচের শেষ ক্লাবটি সেল্টা ভিগো। চলতি মৌসুমে স্কাই ব্লুদের ম্যাচ দেখেছেন গড়ে ৮ লাখ ৬১ হাজার জন।
স্পেনে লা লিগা সরাসরি সম্প্রচারকারী টিভি চ্যানেল তিনটি, মুভিস্টার+, ডিএজেডএন ও গোল প্লে। সাপ্তাহিক ভিত্তিতে ম্যাচ ভাগ করে নেয় মুভিস্টার+ ও ডিএজেডএন। একটি ম্যাচ বরাদ্দ থাকে গোল প্লের জন্য। এ চ্যানেলের ম্যাচগুলো দেখতে সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়েনা। মুভিস্টার+ এর সাধারণ প্ল্যাটফর্মের মোট গ্রাহক ৩৭ লাখ। তবে কত শতাংশ শুধুমাত্র লা লিগার প্যাকেজ নিয়েছে, সে হিসেব নেই চ্যানেল কর্তৃপক্ষের কাছে।
ডিএজেডএন নিশ্চিত করেছে যে, বিশ্বব্যাপি ২ কোটিরও বেশি গ্রাহক আছে তাদের। তবে স্প্যানিশ গ্রাহক সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছেও। লা লিগার ওয়েবসাইট থেকে জানা যায়, চলতি মৌসুমে টিভি চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিলিয়ে বিশ্বের ১৩১টি দেশে সরাসরি দেখা যাচ্ছে তাদের খেলা। গেলো মৌসুমে বিশ্বজুড়ে ২৭০ কোটি মানুষ টিভি ও অনলাইন স্ট্রিমিংয়ে লা লিগা উপভোগ করেছে।