ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

যুবরাজ, মালিঙ্গা থেকে কলকাতা নাইট রাইডার্স

তামিমের জন্য প্রার্থনা দেশ-বিদেশের সবার

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার

তামিম ইকবালের অসুস্থতার খবর নাড়িয়ে দিয়েছে গোটা ক্রীড়াবিশ্বকে। বাংলাদেশি এ ক্রিকেটারের সুস্থতা কামনা করে আবেগঘন বার্তা দিয়েছেন অনেকেই। গতকাল সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচ খেলতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন তামিম ইকবাল। দ্রুতই বিকেএসপি’র অদূরে কাশিমপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয় এ শীর্ষ ক্রিকেটারকে। হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়। তাকে রাখা হয় কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন।

তামিমের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন অনেকে। ভারতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট- আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে শুরু করে লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থেকে সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ অনেকেই তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।’

কলকাতা নাইট রাইডার্স
দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।

যুবরাজ সিং (ভারতের সাবেক অলরাউন্ডার)
তামিম ইকবাল ও তার পরিবারের জন্য প্রার্থনা। অতীতে অনেক কঠিন প্রতিপক্ষকে মোকাবিলা করেছো, জয়ী হয়েছো, এবারও ব্যতিক্রম হবে না। দ্রুত সুস্থতা কামনা করি। শক্ত থাকো চ্যাম্পিয়ন!

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক)
তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।

মনোজ তিওয়ারি (ভারতের সাবেক ক্রিকেটার)
এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা! সুস্থ হয়ে ওঠো তামিম ইকবাল!

মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের সাবেক অধিনায়ক
মহান আল্লাহ্‌ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ্‌।

তাসকিন আহমেদ
ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অবস্থা অবনতির দিকে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে আপনার প্রার্থনায় তাঁকে স্মরণে রাখুন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।

মেহেদী হাসান মিরাজ
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।

লিটন কুমার দাস (ক্রিকেটার) 
‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’

তানজিদ হাসান তামিম 
সবার কাছে অনুরোধ, তামিম ইকবাল ভাইকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন তাঁর সঙ্গে থাকেন।

তাওহীদ হৃদয়
‘আজ সকালেও একসাথে কতো হাসি-খুশি ছিলাম!!  মুহূর্তেই সব বদলে গেলো!! আপনি অপারেশন থিয়েটারে আর আমরা এদিকে আপনাকে ছাড়া মাঠে ব্যস্ত। কেমনটা লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনাকে আমি হাসি-খুশি দেখতে চাই, হাসপাতালের বিছানায় নয়। জলদি ফিরে আসুন ভাই। আল্লাহপাকের কাছে সেই সকাল থেকেই আপনার জন্য প্রার্থনা করছি।’

মোহাম্মদ সাইফউদ্দিন 
‘ডিপিএলে আমি সবসময় উনার পাশের সিটে বসি গত কয়েকটা ম্যাচ ধরে আমি লক্ষ্য করলাম উনার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আজকে ম্যাচের টস করে আসার পর ড্রেসিংরুমে উনি হাত দিয়ে বুক ধরতেছিল তখনও বলছিল মনে হয় গ্যাস্ট্রিক অনেক সমস্যা করতেছে কিন্তু এত বড় বিপদ হয়ে যাবে বুঝতে পারিনি। দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status