ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

মির্জা ফখরুল

যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশান ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিলো, থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বার বার নির্দেশ দিয়েছেন যে, আপনাদের সঠিকভাবে ও সুন্দরভাবে চলতে। জনগণ যাতে আপনাদের ভালোবাসে সেই কাজগুলো করতে থাকুন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রে যেতে হবে...। ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে, যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। অন্য কারো সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো শুরু হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা নিশ্চয় লক্ষ করেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, বাক্য, বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না।’

এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ও আহমদ আজম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।
 

পাঠকের মতামত

গত ১৫ বছরে শুধু চিকিৎসা করাতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কোটী কোটী টাকা খরচ করেছেন। এত টাকা আপনার আয়ের উৎস কি? বছরে নামে বেনামে আপনাদের মতো অযোগ্য নেতারা কত টাকা আয়কর দেন, আয় করেন কতো? আপনাদের নেতারা কোটী টাকার গাড়ীর বহরে করে সভা সমিতি লং মার্চ করে আসছেন বিগত ৪০ বছর যাবত কি দিতে পেরেছেন জাতিকে? ভন্ডামী বাদ দিন রাজনীতি করতে হলে সত্যিকার রাজনৈতিকদের মতো কথা বলুন রাস্তার লোফারদের মতো নয় মিঃ ফখরুল।

মিলন আজাদ
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০:০৫ অপরাহ্ন

As you are a senior politicians and person - if you comment this way for an age of your grandson. it’s not suitable with your personality. It seems you feel he or they are your competitor. and you afraid of them

Ershadul Bari
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৮:২২ অপরাহ্ন

যে যায় লংকায় সে হয় রাবণ। ছাএরা টাকার সাদ পেয়েছে।

Nurul Islam
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

এত বড় একটি দলের মহাসচিবের মুখে এমন মন্তব্য মানায় না

প্রকৌশলী হোসাইন বিন
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৪:৩৮ অপরাহ্ন

খুব নতুন কিছু কী?

জনতার আদালত
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৪:১১ অপরাহ্ন

আওয়ামীলীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ পেলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সম্ভাবনা কত টুকু ? কারণ এখনও প্রশাসন এ আওয়ামীলীগের লোক অনেক। তারা ফলাফল কারচুপির মাধ্যমে আওয়ামীলীগ কে বিজয়ী করার আপ্রাণ চেষ্টাই করবে। আওয়ামীলীগ ক্ষমতা পেলে তাদের লুটপাটের পথ খুলবে । এই সুযোগ তারা ছাড়বে না।

Kazi
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৩:২০ অপরাহ্ন

নতুন দলের বড় বড় ইফতার পাটি, এই যে শত গাড়ি নিয়ে মহড়া দেওয়ার অর্থ দুদকে অনুসন্ধান করা দরকার।

Farid
২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ২:১৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status