ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বন্যার্তদের পাশে আর্জেন্টাইন ফুটবল বোর্ড, গোল করলেই বাড়বে বাড়ির সংখ্যা

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ২:৪১ অপরাহ্ন

mzamin

আর্জেন্টিনার উপকূলীয় শহর বাহিয়া ব্লাঙ্কা এখনও পানির নিচে। ভয়াবহ বন্যার পর এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়িতে পানি ঢুকে যাওয়ায় বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটির এমন করুণ দশা থেকে মন কেঁদেছে নেটিজেনদের। অনেকেই বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। এবার এর সঙ্গে যুক্ত হলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বন্যাকবলিতদের জন্য দারুণ এক উদ্যোগ নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
চলতি বছর আর্জেন্টিনা জাতীয় দল যতগুলো গোল করবে, বাহিয়া ব্লাঙ্কার তত বাসিন্দাকে নতুন বাড়ি তৈরি করে দেবে এএফএ। ফেডারেশনটি এই ক্যাম্পেইনের নাম রেখেছে ‘আন গোল পোর আন তেকো’। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, একটি গোলের জন্য একটি ছাদ (বাড়ি)। লাতিন আমেরিকার বেসরকারি সংস্থা ‘তেকো’-এর সঙ্গে যৌথভাবে বন্যার্তদের জন্য জরুরি আবাসন ও অবকাঠামো তৈরি করে দেবে এএফএ। সেইসঙ্গে অন্যান্য মৌলিক চাহিদা পূরণেও সহায়তা করবে তারা। এ প্রসঙ্গে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘এই অংশীদারত্বে যুক্ত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, এটি আর্জেন্টিনা জাতীয় দলের জন্য তাদের পাশে দাঁড়ানোর একটি উপায়।’
২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এ ছাড়া কথা রয়েছে কয়েকটি প্রদর্শনী ম্যাচ খেলারও। মঙ্গলবার পর্যন্ত এর মধ্যেই দু’টি ম্যাচ খেলে ফেলেছে লিওনেল স্কালোনির দল। চলতি বছরের আন্তর্জাতিক বিরতির পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে উরুগুয়ের মাঠে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা। এরপর দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলে জাতীয় দল। ম্যাচটিতে ২-০ গোলে যেতে স্কালোনিরা। সেই ম্যাচে মাঠে নামেন আর্জেন্টাইন বসও। প্রস্তুতি ম্যাচের প্রত্যেকটি টিকিট বিক্রি হয়েছে ২০ হাজার থেকে ৩০ হাজার আর্জেন্টাইন পেসোতে, যার বাংলাদেশি মূল্য প্রায় আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো। টিকিট থেকে পাওয়া সব অর্থও দিয়ে দেয়া হয়েছে বন্যার্তদের সাহায্যে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status