অনলাইন
ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করা দেশকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, ঘোষণা ট্রাম্পের
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ ভেনেজুয়েলা থেকে তেল কিনলে তাদের ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে। আগামী ২ এপ্রিল থেকে চালু হবে এই নিয়ম।ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, " যুক্তরাষ্ট্র ও আমাদের লালিত স্বাধীনতার প্রতি ভেনিজুয়েলা অত্যন্ত শত্রুতাপূর্ণ আচরণ করেছে। তাই কোনো দেশ যদি ভেনিজুয়েলা থেকে তেল অথবা গ্যাস ক্রয় করে, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের করা যেকোনো বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে বাধ্য হবে।’দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন ডনাল্ড ট্রাম্প। তাঁর রোষানল থেকে রেহাই পায়নি প্রতিবেশী মেক্সিকো, কানাডা, চীন এমনকী ভারতও। এরই মাঝে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকার শান্তিভঙ্গ করতে একদল ভেনেজুয়েলান ইচ্ছাকৃতভাবে একদল দুষ্কৃতী পাঠিয়েছে আমেরিকাতে। এই অভিযোগ নিয়ে ডামাডোলের মাঝেই সোমবার এই দেশের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর দ্বিতীয় শ্রেণির শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।ভেনেজুয়েলার উপর আগে থেকেই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞাকেই এবার অস্ত্র করে তা ভারত ও চীনের মতো দেশগুলির উপর প্রয়োগ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।প্রসঙ্গত, ভেনেজুয়েলার থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কেনে ভারত ও চীন । ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঘুরিয়ে ভারত ও চীনের উপর ট্রাম্পের কোপ পড়বে বলে মনে করছে কূটনৈতিক মহল।গত বছর ভেনেজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের প্রায় অর্ধেক এসেছিল ভারতে। গত বছর এখান থেকে প্রায় ২ কোটি ২০ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। অর্থাৎ মোট খনিজ তেল আমদানির ১.৫ শতাংশ। ফলে একটি দেশের উপর নির্ভরশীলতা কাটিয়ে বিকল্প দেশগুলি থেকে তেল কেনায় ভারতের কাছে ভেনেজুয়েলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য সঙ্গী। সেখানেই এবার কোপ বসাতে চাইছে আমেরিকা। অন্যদিকে ফেব্রুয়ারী মাসে, ভেনিজুয়েলাও চীনে প্রতিদিন প্রায় ৫ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করেছে এবং এই সংখ্যাটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ছিল ২৪০,০০০ ব্যারেল। কিন্তু এবার তেল কিনলেই চীন ও ভারতের উপর চাপবে আমেরিকার দ্বিতীয় শ্রেণির শুল্ক।
সূত্র- এনডিটিভি