অনলাইন
ঐক্যমত্য কমিশনে গণসংহতি আন্দোলনের মতামত জমা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত জামা দিয়েছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার দুপুর ১২টায় কমিশন কার্যালয়ে মতামত জমা দেয় দলটি।
ঐক্যমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদারের কাছে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ মতামত জমা দেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু ও দীপক রায়।
গণসংহতি আন্দোলন বেশ কিছু সংস্কার প্রস্তাবে সংশোধনীসহ অনেকগুলো প্রস্তাবে একমত প্রকাশ করেছে এবং কিছু প্রস্তাবে আপত্তি জানায়। এইসব প্রস্তাব কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে গণসংহতি আন্দোলন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনে জোর দেয়।