বিনোদন
‘নায়ক নয়, চলচ্চিত্র অভিনেতা বললেই খুশি হবো’
স্টাফ রিপোর্টার
৫ এপ্রিল ২০২৫, শনিবার
‘দাগি’ দেখতে পরিবার নিয়ে দর্শক প্রেক্ষাগৃহে আসছেন। আমি বিভিন্ন হলে ঘুরছি। সেখানে গিয়ে ছবিটি নিয়ে দর্শকদের আবেগ দেখেছি। বড় বিষয় হলো- দর্শকরা পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। এখানেই কিন্তু আমাদের সবার সার্থকতা- এভাবেই নিজের ঈদের ছবি ‘দাগি’ নিয়ে কথাগুলো বলছিলেন অভিনেতা আফরান নিশো। বৃহস্পতিবার মহাখালীর এসকে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের শাখায় আসেন ছবির অভিনয়শিল্পী আফরান নিশো, সুনেরাহ বিনতে কামাল, ছবিটির পরিচালক শিহাব শাহীন ও প্রযোজক শাহরিয়ার শাকিল। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। ছবিটি ঈদের দিন থেকে চলছে। এই ক’দিনে কেমন সাড়া মিলেছে? নিশো উত্তরে বলেন, আমি ইতিবাচক মন্তব্যে যেমন উৎসাহিত হই, তেমনি গঠনমূলক সমালোচনা মাথা পেতে নেই। গত কয়েকদিনে নানা ধরনের দর্শকদের দেখেছি। একটু আগেও ১০-১২ জনের একটি পরিবার আমি সিনেপ্লেক্সে ওঠার সময় কথা বলেছেন আমার সঙ্গে। তারা ‘দাগি’ ছবি ও আমার অভিনয় নিয়ে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন। দর্শকদের সাড়াটা আসলে বলে প্রকাশ করা যাবে না। এই অনুভূতি প্রকাশের মতো না। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ প্রতিটি মাধ্যমেই তারা আমাকে ভালোভাবে নিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। কথায় কথায় নিশো সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি এখন শুধু সিনেমাই করছি। অনেকে আমার নামের আগে চিত্রনায়ক কিংবা নায়ক শব্দ জুড়ে দেন। সবার প্রতি অনুরোধ এটা করবেন না। নায়ক নয়, চলচ্চিত্র অভিনেতা বললে খুশি হবো। বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন চলচ্চিত্র অভিনেতা কিংবা চলচ্চিত্র তারকা উল্লেখ করা হয়। সেটা বললে আমি নিজেও আনন্দিত হবো। কারণ অভিনেতাই হতে চেয়েছি, অভিনয়টাই করে যেতে চেয়েছি। সামনেও সেটাই করবো।