বিনোদন
বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই
বিনোদন ডেস্ক
(১৮ ঘন্টা আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

ভারতের বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার আর নেই। শুক্রবার সকালে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। লিভার সিরোসিস ছিল তার। যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল। ২১ ফেব্রুয়ারি তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিচালক অশোক পণ্ডিত জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন মনোজ। আমরা ওর সঙ্গে যোগাযোগ রাখতাম। প্রাণোচ্ছল মানুষ ছিলেন। বলিউড ওর অভাব অনুভব করবে। দেশ আর দেশপ্রেম তার অভিনয়ের পরিচয় ছিল। ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া আউর মকান’, ‘ক্রান্তি’র মতো ছবি তার নামের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশের পরিচয়। তাই তিনি ‘ভারত কুমার’ উপাধিতে সম্মানিত। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অফিসিয়াল এক্স (সাবেক টুইট) হ্যান্ডলে তিনি অভিনেতার সেই সব ছবির নাম উল্লেখ করেছেন যেখানে দেশভক্তির কথা প্রতিটি দৃশ্যে দেখানো হয়েছে।
পাঠকের মতামত
পরপারে ভালো থাকুন। চিরদিন মনে রাখার মতন একজন ব্যক্তি। অভিনেতা নন এর চেয়েও অনেক বেশি তিনি অনেক কিছু। বাংলাদেশেও তিনি অনেক জনপ্রিয়। মনোজ কুমার আর নেই।