খেলা
নিয়মিত উইকেট হারিয়ে কিছুটা বিপাকে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(৯ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৯ অপরাহ্ন

ইনিংসের তৃতীয় ওভারে রানের খাতা না খুলেই ফেরেন ফারজানা হক। দলীয় ১৯ রানে ফেরেন দিলারা আক্তার। স্কোরকার্ডে ৩ রান যোগ হতেই ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আরেক প্রান্ত আগলে রাখা শারমিন আউট হয়েছেন ৪৭ বলে ২৪ রানের ব্যক্তিগত ইনিংস খেলে। ২৫.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৩ রান। ব্যক্তিগত ৩৫ ও ১৩ রানে অপরাজিত আছেন যথাক্রমে রিতু মনি ও নাহিদা আক্তার।
গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিজেদের প্রথম ৪ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ সেই লক্ষ্যে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা পাকিস্তানকে হারালে কোনো সমীকরণের দরকার পড়বে না। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬ ৮ রান।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, স্বর্না আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, মারুফা আক্তার,।