খেলা
জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন
স্পোর্টস রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২৪ মার্চ ২০২৫, সোমবার, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

আপডেট বিকাল ৪.৪৫ মিনিট
তামিমের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ডাক্তারদের সঙ্গে তিনি কথাও বলেছেন।
আপডেট দুপুর ২.১৫ মিনিট
তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা একজন ডাক্তার রাজিব হাসান বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে এখনও গুরুতর অবস্থা কাটেনি।
রাজিব জানান, 'আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকাল বেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা, সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। কিন্তু উনার অবস্থা গুরুতর হয়ে যায়, এই গুরুতর অবস্থায় আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যতরকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্ট ও স্টেন্ট করা হয়েছে। স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছেন, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি। '
আপডেট- দুপুর ২.০০টা
তামিমের ফেসবুক পেজে অসুস্থতা নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে তামিম এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। স্ট্যাটাসটি এখানে দেওয়া হলো-
'সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।
এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।'
এর আগে সকালে জানা যায়,বিকেএসপিতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়েছে। আজ সকাল ১১টার দিকে ঢাকা প্রিমিয়ার লীগ চলাকালীন বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামার আগে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মানবজমিনকে বলেন, তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হেলিকপ্টারে তামিমকে আনতে পাঠানো হলেও শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আনা যায়নি।'
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আসরাফ উজ্জাম বলেন, ‘বিকেএসপিতে মোহামেডান ও শাহীনপুকুরের ম্যাচ শুরু হয় ৯ টায়। এর পর তামিম ইকবাল অসুস্থ বোধ করেন। পরবর্তীতে সে কেপিজে হাসপাতালে মেডিকেল চেকাপ করাতে আসেন। চিকিৎসকরা মেডিকেল চেকাপ শেষ করলে সে কিছুটা বেটার ফিল করলে আবার বিকেএসপিতে ফিরে যান। পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা বলছেন সে হার্ট অ্যাটাক করেছেন।’
তামিমকে লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে এমন কথা শোনা গেলেও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার এনজিওগ্রাম করা হয়েছে। হার্টে ব্লক পাওয়া গেছে। দ্রুত ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। এরই মধ্যে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।
এছাড়া মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজ বিসিবির ১৯তম কার্যনির্বাহী বোর্ডের সভা ছিল। তামিম ইকবাল অসুস্থ হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত
মহান রাব্বুল আলামীনের দরবারে বিনীত প্রার্থনা করছি তিনি যেন আমাদের প্রিয় খেলোয়াড় তামিম ইকবালকে দ্রুত শেফা দান করেন। আমিন।
আল্লাহ তায়ালা দ্রুত তার শেফা দান করুন।
ফি আমানিল্লাহ
আল্লাহ দ্রুত শেফা দান করুক।
Allah Sefa Dan Korun, Ameen
মহান আল্লাহর দরবারে তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।।
May Allah recover him soon.
মহান আল্লাহর দরবারে তামিম ইকবালের সুস্থতা কামনা করছি। আমিন।
মহান আল্লাহর দরবারে তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।।
May Allah get rid of
মহান আল্লাহর দরবারে তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।।
Fee Amanillah
মহান আল্লাহর দরবারে তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।।
মহান আল্লাহর দরবারে তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।।
May Allah help him to recover soon and back to field again.
আল্লাহ তাকে হিফাজত করুন।