খেলা
১৬ মাস পর গোলের দেখা পেলেন গ্রিলিশ, উৎসর্গ করলেন প্রয়াত ভাইকে
স্পোর্টস ডেস্ক
(২০ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:০৫ অপরাহ্ন

বুধবার রাতে ইতিহাদের মাঠে লেস্টার সিটিকে ২-০ গোল ব্যবধানে হারায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। এ ম্যাচের শুরুতেই গোলের দেখা পান জ্যাক গ্রিলিশ। এর মাধ্যমে দীর্ঘ ১৬ মাসের গোলক্ষরা থেকে পার পেলেন এ ইংলিশ ফুটবলার। প্রিমিয়ার লীগে শেষ ২০২৩ সালের ডিসেম্বরে গোলের দেখা পান গ্রিলিশ। সাভিনহোর অ্যাসিস্টে গোল পাওয়ার পর তা গ্রিলিশ উৎসর্গ করেন তার প্রয়াত ভাইকে। ম্যাচ শেষে গ্রিলিশ বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে আমার ছোট ভাই মারা গেছে, তাই দিনটি ছিল চমৎকার,” আমার পরিবারের জন্য এই দিনটি সবসময়ই কঠিন, কিন্তু আজ আমি গোল করতে পেরে খুশি ছিলাম। আমার মা এবং বাবাও এখানে ছিলেন। পরিবারে এই দিনটি সবসময়ই কঠিন। তাই গোল করা এবং দলকে জয় করা বিষয়টি অসাধারণ ছিল।’
২৯ বছর বয়সী গ্রিলিশ বলেন, ‘আমি এ ম্যাচে খেলার সুযোগ চেয়েছিলাম। আমি ২০২৫ সালে মাত্র এফএ কাপ শুরু করেছি। কল্পনা করতে পারছেন, সপ্তাহান্তে খেলতে না পারার জন্য আমি কেমন ছিলাম। আমার মনে হচ্ছে আমি আজ রাতে খেলার যোগ্য ছিলাম। আমি খুশি ছিলাম। আমার মনে হয় এই মৌসুমে আমি আমার সেরাটা দিতে পারিনি, এমনকি গত মৌসুমেও। কিন্তু আমার মনে হয় যখন আমি খেলেছি, বিশেষ করে ২০২৫ সালে, আমি মাত্র তিন বা চারটি খেলা ম্যাচ দিয়ে শুরু করেছ। তবে হ্যাঁ, আমি খুশি যে আমি আজ রাতে শুরু করেছি এবং গোল করতে পেরেছি।’
জয়ের দিনে ম্যানচেস্টার সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন ওমর মারমৌশ। এ নিয়ে ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে পেপ গার্দিওলার দল। আগের ম্যাচে টাচলাইন নিষেধাজ্ঞার কারণে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি গ্যালারি থেকে দেখতে হয়েছে সিটি কোচ গার্দিওলাকে।
যদিও শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে সিটি। এখন শীর্ষ চারে থেকে লিগ শেষ করাই মূল লক্ষ্য তাদের। সেই পথে আপাতত এগিয়ে গেল দলটি। ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।