খেলা
অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা
যে কারণে রিয়ালকে নিয়ে ভাবছেন না বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ শেষ কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয় ২০১৪ সালে। সেবার বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা কুড়ায় রিয়াল। দীর্ঘ ১১ বছর পর আবার ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল। বুধবার রাতে ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। এতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনালের টিকিট কাটে কাতালান দলটি। তবে বার্সা কোচ হান্সি ফ্লিকের চিন্তা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে নিয়ে নয়, আগামী চারটি লীগ ম্যাচ নিয়ে তার আপাতত যত ভাবনা। কারণ, কোপা দেল রে’র ফাইনালের দেরি আছে। পরবর্তী ম্যাচে স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। এ নিয়ে বার্সেলোনার কোচ ফ্লিক বলেন, ‘অতীত কিংবা ভবিষ্যৎ নয়, আমি বর্তমানে বাস করি। এ কারণেই ফাইনাল (কোপা দেল রে) নিয়ে ভাবছি না। এ বিষয়ে জিজ্ঞাসা করলে আমি বেটিস ম্যাচের কথা বলব। ক্লাসিকো ঠিক আছে, তবে তার আগে আমাদের আরও কিছু ম্যাচ খেলতে হবে আমার কাছে আপাতত এটা গুরুত্বপূর্ণ নয়।’
দ্বিতীয় লেগের এ ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ফেরান তোরেস। ২৭তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি আদায় করেন এ স্প্যানিশ ফরোয়ার্ড। এর আগে বার্সেলোনার ন্যু ক্যাম্প স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। চলতি বছরে অপরাজিত রয়েছে বার্সেলোনা। ২১ ম্যাচে ১৮ জয় ও ৩টি ড্র। এ সময় কাতালানরা করেছে ৬৫ গোল।
বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেন, ‘স্বপ্ন তো দেখাই যায়। স্বপ্ন দেখার অনুমতিটা আছে। কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে। কঠোর পরিশ্রমও করতে হবে, যেটা আমরা করব। এটা আমাদের জন্য সহজ নয়।’
বার্সার জার্মান কোচ বলেন, ‘মুহূর্তটা ভালো, তবে আমি এ বিষয়ে অভিজ্ঞ। আমি জানি পরিস্থিতি কত দ্রুত পাল্টে যায়। শিরোপা জয় আমাদের বড় স্বপ্ন। প্রথমটি (সুপার কাপ) আমরা পেয়েছি। কিন্তু ক্লাবে ট্রফি রাখার জন্য এখনও অনেক জায়গা খালি আছে।’
আগামী ২৬শে এপ্রিল কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। কিংস কাপ খ্যাত এ টুর্নামেন্টে অষ্টমবারের মতো এল ক্লাসিকো উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।