খেলা
মোহামেডানের নেতৃত্বে তামিমের স্থলাভিষিক্ত হচ্ছেন হৃদয়
স্পোর্টস রিপোর্টার
৫ এপ্রিল ২০২৫, শনিবার
মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক বদলাতেই হতো। বিকেএসপিতে খেলার আগে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল ছিটকে গেছেন লীগের বাকি অংশ থেকে। ক্রিকেটে তার আবার ফেরাটাও অনিশ্চিত। ফলে ঢাকা প্রিমিয়ার লীগে অধিনায়ক তামিমের বিকল্প ভাবতেই হতো মোহামেডানকে। এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও দলটির নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তাওহীদ হৃদয়। গতকাল সংবাদমাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন মোহামেডানের টিম ম্যানেজার সাজ্জাদুল আলম শিপন। ঈদের ছুটি শেষে আগামীকাল মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লীগ। লীগ পর্বে আর বাকি ৩ রাউন্ড। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে শীর্ষে আছে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ৩ নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সমান জয় পেলেও রান রেটে এগিয়ে দুই নম্বরে মোহামেডান। মোহামেডানকে এবার শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু ঈদের আগে শেষ ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টসের পরই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তার অস্ত্রোপচারও করা হয়। এরই মধ্যে তামিম হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলার অবস্থায় নেই। ফলে বিকল্প নেতৃত্ব বেঁছে নিতে হচ্ছে মোহামেডানকে। সেক্ষেত্রে হৃদয়ের কাঁধেই যাচ্ছে মোহামেডানের নেতৃত্বের ভার। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও দায়িত্ব পালন করেছে সে। আগামীকাল আমাদের অফিশিয়াল অনুশীলন রয়েছে, সেখান থেকেই মূল সিদ্ধান্ত জানানো হবে।’ হৃদয়ের ওপরই দায়িত্ব দেয়ার সম্ভাবনা জানিয়ে শিপন আরও বলেন, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে। তামিমের জায়গায় এখনো কাউকে নেওয়া হয়নি। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তামিমের মতো খেলোয়াড়ের জায়গা পূরণ করা সত্যিই কঠিন।’ মোহামেডানে এবার তারকার অভাব নেই। অনেকেই ধারণা করছিলেন তামিমের জায়গা নিয়ে পারেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু মিরাজ এই আসরে আর খেলতে পারেন সর্বোচ্চ ২ ম্যাচ। আগামী ২০শে এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, ১১ই এপ্রিল শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ফলে মিরাজ ছাড়াও তাসকিনও যোগ দিবেন সেই ক্যাম্পে। হৃদয় আপাতত টেস্ট দলের পরিকল্পনায় না থাকায় তাকেই বেছে নিয়েছে মোহামেডান।