ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

জুন উইন্ডোতে সামিত সোমকে খেলানোর চেষ্টা বাফুফের

স্পোর্টস রিপোর্টার
৫ এপ্রিল ২০২৫, শনিবারmzamin

বাংলাদেশের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ খোঁজ খবর নিচ্ছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে দিয়েছেন প্রশ্নের লম্বা তালিকা। যার সব জবাবই দিয়েছে ফেডারেশন। সামিত ইতিবাচক মনোভাব দেখালেই শুরু হবে তার পাসপোর্ট তৈরির কার্যক্রম। আগামী জুন উইন্ডোতে তাকে জাতীয় দলে খেলাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে।
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে দেখে উৎসাহিত হয়েছেন সামিত সোম। কানাডা জাতীয় ফুটবল দলে খেলা এই মিডফিল্ডার আগ্রহ দেখিয়েছেন লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশ ফুটবলের নিচ্ছেন সর্বোচ্চ খোঁজ খবর। বাফুফের কাছে পাঁচ বিষয়ে জানতে চেয়েছেন সামিত। জুন উইন্ডোতে কোথায় হবে ম্যাচ? এ জন্য বাংলাদেশ দল অনুশীলন করবে কোথায়? এই সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে এই বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন কানাডিয়ান লীগের ক্লাব কাভালরি এফসি’র এই ফুটবলার। বিষয়টি জানিয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘প্রাথমিকভাবে উনি কিছু তথ্য জানতে চেয়েছেন আমাদের কাছে। যেগুলো আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। এর বাইরে বল উনার কোর্টে। বন্ধুর মাধ্যমে উনি আমাদের জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি তার সিদ্ধান্ত জানাবেন। কোচ, ক্লাব এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানাবেন।’ বাফুফে খুব করে চাইছে জুন উইন্ডোতে সামিত সোমকে দলে পেতে। তবে কানাডা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোয় তাকে বাংলাদেশে আসতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন নিয়ে। এছাড়াও ছাড়পত্র থাকতে হবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের। কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে ফাহাদ করিম বলেন, ‘ফিফার যে অ্যাপ্রুভাল, সেটা আসলে আমাদের হাতেও না, উনার হাতেও না। এ ব্যাপারে আমি সম্মানিত সভাপতির সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন সর্বাত্মক চেষ্টা করবেন। এতটুকু বলতে পারি, বাফুফের পক্ষ থেকে প্রশাসনিকভাবে কোনো গাফিলতি হবে না।’ আপাতত সামিত সোমের পাসপোর্ট তৈরির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে। এ জন্য চাওয়া হয়েছে তার সম্মতি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নিজের অবস্থান জানাবেন কানাডার এডমনটনে জন্ম নেয়া এই ফুটবলার। বাফুফের সহ-সভাপতি বলেন, ‘উনি যদি আমাদের সম্মতি দেন, তাহলে ঈদের পর প্রথম কার্যদিবস থেকে পাসপোর্টের কাজ শুরু করে দিব। উনি যদি কোনো কারণে না-ও বলেন, সমস্যা নেই। আমাদের চেষ্টা হলো পাসপোর্টটা হয়ে যাক। ভবিষ্যতে যদি বিবেচনা করেন, সে সুযোগটাও রাখতে চাচ্ছি। আশা রাখছি, এপ্রিলের ১০-১২ তারিখের মধ্যে উনার ফিডব্যাক পেতে পারি।’ শুধু সামিত না জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে খেলানোর বিষয়েও ইতিবাচক অবস্থানে বাফুফে। আগামী ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি খেলবে বাংলাদেশ।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status