খেলা
টাইগারদের ‘মহা ব্যস্ততা’ শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে
স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, শনিবার
চলতি মাসে আসছে জিম্বাবুয়ে, সিলেট ও চট্টগ্রামে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যস্ততা, সেটা ক্রমশ পরিণত হবে মহা ব্যস্ততায়। ২০২৭ সালের মার্চ পর্যন্ত বিস্তৃত বর্তমান ভবিষ্যৎ সফর পরিকল্পনাতেই (এফটিপি) শান্ত-লিটনরা দম নেওয়ার সময়ও পাবেন না ঠিকমতো। ১০ মাসে তাদের খেলতে হবে ৯টি সিরিজ। ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ দল পরপর ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারিতেই শুধু আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবে। বাকি সময়টাতে দুই বছরের কম এই সময়ে বাংলাদেশ দল শুধু দ্বিপক্ষীয় সিরিজই খেলবে ১৬টি। এর মধ্যে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সবই আছে, এমন সিরিজ তিনটি। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ পাঁচটি, দুই টেস্ট ও তিন ওয়ানডে হবে একটি সিরিজে। এফটিপি অনুযায়ী ১৬টি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের টেস্ট খেলার কথা মোট ১৮টি, ওয়ানডে ৩২টি ও টি-টোয়েন্টি ৩২টি। এছাড়া আছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ ও আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টই হবে টি-টোয়েন্টি সংস্করণে। এ কারণে এ বছর এই সংস্করণে বাড়তি মনোযোগ থাকবে বিসিবির। মে মাসে পাকিস্তান সফরের ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজটি যেমন দুই বোর্ডের সমঝোতায় রূপান্তরিত হচ্ছে ৫ টি-টোয়েন্টির সিরিজে। এফটিপিতে নতুন ঢোকা আগামী জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটিও হবে তিন টি-টোয়েন্টি ম্যাচের।