ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

মাদকসহ আটক কানাডার ক্রিকেট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, শনিবার

জন্মভূমি বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার মাদকসহ আটক হয়েছেন কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন। জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’ জানিয়েছে, ২৬ বছর বয়সী এই ব্যাটিং  অলরাউন্ডারের বিরুদ্ধে ২০ পাউন্ড (৯ কেজির বেশি) গাঁজা সরবরাহের অভিযোগ আছে। সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। 
এই ঘটনায় বিবৃতি দিয়েছে ক্রিকেট কানাডা। সেখানে তারা জানায়, ‘জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ এবং তাঁর আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা অত্যন্ত সক্রিয় ও নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ক্রিকেট কানাডা স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ব্যাপারে আরও বিশদ তথ্য পাওয়া গেলে জানানো হবে।’ কানাডার হয়ে এখন পর্যন্ত ২১ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি খেলা কার্টনের দুঃসময়ে পাশে থাকবে বলেও জানিয়েছে ক্রিকেট কানাডা।
‘ক্রিকেট কানাডা দলের সবাইকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে। কারণ, তারা আমাদের গর্ব এবং পেশাদারির সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে চলেছে।’
নিকোলাস কার্টনের জন্ম বার্বাডোজে হলেও মা কানাডিয়ান। সেই সূত্রে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি কানাডার হয়েও খেলার সুযোগ ছিল তার। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ক্যারিবিয়ানদের জার্সি গায়ে জড়ালেও জাতীয় দল হিসেবে কার্টন বেছে নেন কানাডাকে। ২০১৮ সালে কানাডায় পাড়ি দেওয়া কার্টন দেশটির হয়ে এখন পর্যন্ত ২১ ওয়ানডেতে করেছেন ৫১৪ রান, ২৮ টি-টোয়েন্টিতে করেছেন ৬২৭ রান।
বার্বাডোজের মাদক আইন ২০১৫ সালে কিছুটা শিথিল করা হয়। গাঁজা চাষের জন্য লাইসেন্স দেওয়া  হয়। সংশোধিত আইন অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ ২ আউন্স (প্রায় ৫৭ গ্রাম) গাঁজা রাখতে পারবেন এবং এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। তবে সেটা জনসমক্ষে বহন করলে জরিমানা হতে পারে। বিমানবন্দরে পুলিশ কার্টনের কাছ থেকে যে পরিমাণ গাঁজা জব্দ করেছে, তা অনুমোদিত সীমার চেয়ে প্রায় ১৬০ গুণ বেশি।
আগামী ১৮ই এপ্রিল কেইম্যান দ্বীপপুঞ্জে শুরু হবে উত্তর আমেরিকা কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কানাডাও খেলবে এই টুর্নামেন্টে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status