ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

জয়ের কৃতিত্ব সমর্থকদের বললেন চেলসি কোচ

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, শনিবারmzamin

টটেনহ্যামের বিপক্ষে কোল পালমার এবং এনজো ফার্নান্দেজের ম্যাচজয়ী অবদানে চেলসি বস এনজো মারেসকা আনন্দিত এবং বিশ্বাস করেন যে স্ট্যামফোর্ড ব্রিজে সমর্থকদের কাছ থেকে তারা যে সমর্থন পেয়েছে, তা দলকে জেতাতে অনেক সাহায্য করেছে। 
ম্যাচ জয়ের পর সমর্থকদের উদ্দেশ্য করে কোচ মারেসকা বলেন, ‘আমি বলতে চাই যে আজ রাতে বেঞ্চ থেকে আমার অনুভূতি ছিল যে মৌসুমের শুরু থেকেই আমাদের সমর্থকদের সাথে সেরা পরিবেশ রয়েছে। এবং আজ রাতে সমর্থকরা যেভাবে উৎসাহিত করেছে তাতে আমরা খুব খুশি। তারা যদি ম্যাচের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবারের ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারায় চেলসি। আর্জেন্টাইন  মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ করেন ম্যাচের একমাত্র গোলটি। ইংলিশ প্রিমিয়ার লীগে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এলো চেলসি। যা তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে জায়গা পাওয়ার সম্ভাবনাকে জোরদার করেছে। লীগে আগের ম্যাচে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে চাপে ছিল চেলসি। তবে এদিন টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড কোল পালমারের ক্রস থেকে হেড করে গোল করেন ফার্নান্দেজ। কিছুক্ষণ পরই মোয়েজেস কাইসেদোর দারুণ এক ভলিতে চেলসি আরেকবার টটেনহ্যামের জালে বল জড়ালেও ভিএআর চেকের পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।  
মারেসকা বলেন, ‘আজ রাতে কোল পামারের পারফর্মেন্স তার বাকি পারফর্মেন্সের সাথে অনেকটাই মিলে গেছে, একমাত্র পার্থক্য হল আগের পারফর্মেন্সে সে গোল বা অ্যাসিস্ট করেনি। কারণ সে একজন শীর্ষ খেলোয়াড় এবং সম্ভবত আমাদের সেরা খেলোয়াড়, প্রতিবার যখন সে গোল বা অ্যাসিস্ট করে না সেটাই খবর হবার কথা। কিন্তু আমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার। আমরা প্রতিটি খেলায় পামারের  উপর নির্ভর করতে পারি না যে সে গোল বা অ্যাসিস্ট করবেই।’  এ জয়ের পর চেলসির নিচেই রয়েছে ম্যানচেস্টার সিটি। ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। এদিকে চেলসির কাছে হারলেও টটেনহ্যাম পয়েন্ট টেবিলের ১৪ নম্বর অবস্থানেই রয়েছে। পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে হলে তাদের চলতি ইউরোপা লিগ জিততেই হবে। এ লীগে মাত্র ২ ম্যাচ জিতে তারা রয়েছে টেবিলের চার নম্বর স্থানে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status