ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তানে সব ম্যাচ জিতে ভারতে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারmzamin

এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। কিন্তু সেখানে পা রাখতে হলে বিশ্বকাপ বাছাইপর্ব টপকে যেতে হবে বাংলাদেশকে। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ আগেই নষ্ট করেছে নিগার সুলাতানা জ্যোতির দল।  বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৯ই এপ্রিল লাহোরে বিশ্বকাপ বাছাইয়ের পর্দা উঠবে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই বাছাইপর্বকে কতটা গুরুত্ব দিচ্ছেন, সেটি আগের দিন তার সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে নারী দলের কোচ সারোয়ার ইমরান বলেন বাছাইয়ের সব ম্যাচেই জিততে চান তারা। 

রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ৬ দলের বিশ্বকাপ বাছাই পর্ব। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুটি দল জায়গা করে নেবে ভারত বিশ্বকাপে। টাইগ্রেসরা খেলবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে। ১০ই এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিগারদের মাঠের লড়াই শুরু হবে। পাঁচ ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। নারী দলের প্রধান কোচ হিসেবে সরোয়ার ইমরানের যাত্রা শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই দিয়ে। লাহোরে বিশ্বকাপ বাছাই খেলতে যাওয়ার আগে গত ২২শে মার্চ থেকে মিরপুরে চলেছে দলের দিন দশেকের প্রস্তুতি। দলে নতুন যুক্ত হওয়া কোচ সারোয়ার ইমরান  গতকাল বিমানবন্দরে বলেন, ‘সেখানে (পাকিস্তানে) আমাদের পাঁচটা ম্যাচ আছে। আমরা ম্যাচ ধরে ধরে এগিয়ে পাঁচটাই জিততে চাই।’

বাছাইপর্ব বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়। বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৩ই এপ্রিল। একই মাঠে ১৫ই এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে নিগারের দল। শেষে কঠিন দুই ম্যাচে ১৭ই এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ দুই ম্যাচের ভেন্যু লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড।

এ নিয়ে কোচ সারোয়ার ইমরান বলেন, ‘দুটি শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অন্য দলগুলো যেমন আয়ারল্যান্ড, তাদেরও ছোট করে দেখছি না। আমরা সবার সঙ্গে লড়াই করে একের পর এক ম্যাচ জিতে বিশ্বকাপে উঠতে চাই।’

পাকিস্তানের ব্যাটিংবান্ধব উইকেটে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দারুণ কিছু যে করে দেখাতে হয়, সেভাবেই মিরপুরে প্রস্তুতি ক্যাম্প হয়েছে বলে জানালেন সারোয়ার ইমরান। নারী দলের কোচ বলেন ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমাদের যে ক্যাম্প হয়েছে, আমরা বিশেষ এই কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইকরেট কেমন হবে সেগুলো অনুশীলন করিয়েছি। ব্যাটিং উইকেট হলে এখানে (পাকিস্তানে) ২৫০-এর বেশি রানের উইকেট হবে। ব্যাটাররা পারবে বলে আমি আশা করছি।’

এ বছরের অক্টোবরে ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে ৩১টি ম্যাচ হবে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status