খেলা
সুপার লীগে সেরা পাঁচ ক্রিকেটারকে পাচ্ছে না মোহামেডান!
স্পোর্টস রিপোর্টার
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
ঈদের ছুটির পর আগামী ৬ই এপ্রিল শুরু হবে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নবম রাউন্ড। ১৩ই এপ্রিল শেষ হবে প্রথম পর্ব। ১৬ই এপ্রিল থেকে মাঠে গড়াবে সুপার লীগ। এই সুপার লীগে খেলতে পারবেন না মোহামেডানের সেরা পাঁচ ক্রিকেটার। জাতীয় দলের ব্যস্ততার কারণেই মিরাজ, মুশফিকদের ছেড়ে দিতে হবে ক্লাবটিকে। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সাদা-কালোদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে আকাশি-হলুদ জার্সির আবাহনী লিমিটেড। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা হলে মোহামেডানের লাইনআপে আসবে ব্যাপক পরিবর্তন। হার্ট অ্যাটাকের কারণে এমনিতেই দলে নেই অধিনায়ক তামিম ইকবাল। এর বাইরে মুশফিকুর রহীম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ডাক পাবেন টেস্ট দলে। এর ফলে খুব স্বাভাবিকভাবে মোহামেডানের শক্তি কমবে কয়েকগুণ। একাদশের সেরা পাঁচজন অপরিহার্য ক্রিকেটার ছাড়া মোহামেডানের পক্ষে শিরোপা জেতা তো কঠিন হবেই, শিরোপার দৌড়ে টিকে থাকাও হবে দায়। এর বাইরে তিন ক্রিকেটারকে ছাড়তে হবে টেবিলের শীর্ষে থাকা আবাহনীকে। এরা হলেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও নাহিদ রানা। অবশ্য নাহিদ রানা প্রথম টেস্ট খেলে চলে যাবেন পাকিস্তানে। সেখানে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) খেলবেন ডানহাতি গতিতারকা। একইভাবে লিজেন্ডস অব রুপগঞ্জ ও প্রাইম ব্যাংকের ২ থেকে ৩ ক্রিকেটার সুপার লীগ খেলতে পারবেন না। এই দল থেকে জাকের আলী অনিক ও মাহমুদুল হাসান জয়ের টেস্ট দলে থাকার সম্ভাবনা খুব বেশি। জাকির হাসান এবং দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদেরও টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে অগ্রণী ব্যাংকের বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম টেস্ট দলের সম্ভাব্য ওপেনার হিসেবে ডাক পেতে যাচ্ছেন। সুপার লীগে উঠতে পারলে তরুণ বাঁহাতি ওপেনার সাদমানের সার্ভিস পাবে না অগ্রণী ব্যাংক। এছাড়া গাজী গ্রুপের এনামুল হক বিজয়, মোহামেডানের মাহিদুল ইসলাম অংকন ও প্রাইম ব্যাংকের শাহাদাত হোসেন দিপুরও টেস্ট দলে ডাক আসতে পারে।