ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

চার মাসে তিন গেমসে অংশ নেবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

চার মাসের ব্যবধানে তিনটি আন্তর্জাতিক গেমসে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গেমস তিনটি হলো এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি এবং সাউথ এশিয়ান গেমস। তিন গেমসে পদকের জন্য ৫০টি ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ। এছাড়া তিন গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশনও নির্বাচিত করা হয়েছে। গতকাল আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিন গেমসের মধ্যে বাংলাদেশের সাফল্যের পাল্লা ভারি সাউথ এশিয়ান (এসএ) গেমসেই। নেপাল এসএ গেমসে ১৯টি স্বর্ণজয়ই লাল-সবুজের নতুন ইতিহাস। সেবার ২৫টি আসরে অংশ নিলেও আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠেয় গেমসে ২৬টিতে অংশ নেবে বাংলাদেশ। বাড়তি ডিসিপ্লিনটি হল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার। এই গেমসের শেফ দ্য মিশন করা হয়েছে বিওএর সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরকে। ২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। বাহরাইনে লাল সবুজের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন নির্বাচিত করা হয়েছে বিওএর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে। ৭-২১শে নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন করা হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরীকে। এছাড়া দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্সে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। খেলাধূলার উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহনের জন্য পৃষ্ঠপোষক খুঁজছে বিওএ। সে জন্য বিওএর দুই সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও শেখ বশির আহমেদ মামুনকে নিয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status