খেলা
সৈকত থাকছেন, আবার নিষিদ্ধ হচ্ছেন হৃদয়
স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
মোহামেডান স্পোর্টিং ক্লাব অধিনায়ক তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়া নিয়ে গেলো দু’দিন বাংলাদেশ ক্রিকেটে অনেক ঝড় বয়ে গেছে। ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি পদত্যাগ করেন। চাকরি ছাড়তে চান আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। এই অবস্থায় গতকাল সন্ধ্যায় জরুরি মিটিংয়ে বসে বিসিবি’র আম্পায়ারস কমিটি। এরপর জানা যায়, সৈকত থাকছেন। আর হৃদয় নতুন করে নিষিদ্ধ হচ্ছেন এক ম্যাচ।
ঘটনা ডিপিএলে লীগ পর্বের শেষ রাউন্ডে আবাহনী-মোহামেডান ম্যাচের। ফিল্ডিংয়ের সময় বেশ কয়েক দফায় দুই আম্পায়ার তানভীর আহমেদ ও শরফৌদ্দুলা ইবনে বিন শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়ান মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। এমনকি ম্যাচের পর সৈকতকে নিয়ে সংবাদমাধ্যমে করেন আপত্তিকর মন্তব্য। মাঠে অসদারচণের জন্য প্রথমে এক ম্যাচে নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে। এরপরের দিন সংবাদমাধ্যমে করা মন্তব্য আমলে নেয়ার পর টেকনিক্যাল কমিটির টেবিলে তাওহীদের ভাগ্যে যোগ হয় বাড়তি ৪ ডিমেরিট পয়েন্ট। এতে নিষেধাজ্ঞা বাড়িয়ে ২ ম্যাচ আর ৮০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান অধিনায়ককে।
ফলে সুপার লীগে প্রথম দুই ম্যাচে একাদশের বাইরেই থাকতে হতো হৃদয়কে। কিন্তু দেখা যায় দ্বিতীয় ম্যাচে অগ্রনী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। জানা যায়, হৃদয়ের শাস্তি কমাতে ডিপিএলের বাইলজই পাল্টে ফেলা হয়েছে। যেখানে ৪ থেকে ৭ ডিমেরিট পয়েন্ট পেলে দুই ম্যাচ নিষেধাজ্ঞা ছিল সেটা এক ম্যাচ করা হয়েছে। মূলত টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে হৃদয়ের শাস্তি কমায় আম্পায়ারস কমিটি। যেটা করার এখতিয়ার তাদের নেই। গতকাল এটা স্বীকার করেছেন আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আমরা এটা ভুল করেছি। প্রক্রিয়াটা ভুল ছিল। আসলে টেকনিক্যাল কমিটি না থাকায় আমরা এটি করেছিলাম।’
সৈকতের চাকরি ছাড়ার বিষয়ে মিঠু বলেন, ‘আমরা ওচ চিঠি পাইনি। তবে আমাদের কাছে ও ক্ষোভ প্রকাশ করে বলেছে দেশে আর ম্যাচ করতে চায় না। এরপর আমরা আজ বসেছিলাম ওকে নিয়ে, আমাদের অবস্থান বোঝানোর চেষ্টা করেছি। এরপর ও সিদ্ধান্ত বদল করেছে।’ তাহলে হৃদয়ের শাস্তি কমানোর কি হবে এমন প্রশ্নে আম্পায়ারস কমিটির এই চেয়ারম্যান বলেন, টেকনিক্যাল কমিটির নতুন আহবায়ক করা হয়েছে ফাহিম ভাইকে (নাজমুল আবেদীন ফাহিম)। উনি এখন পুরো বিষয়টি দেখবেন। ওনার আগের প্রক্রিয়া ভুল মনে হলে হৃদয়ের এক ম্যাচ নিষেধাজ্ঞা যেটা কমেছে সেটা পুনরায় বহাল হবে।’ এ বিষয়ে অবশ্য বিসিবির আরেকটি সূত্র মানবজমিনকে জানিয়েছে, ‘হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়া নিয়ে ক্রিকেট বোর্ড বিব্রত। যেটা হয়েছে ঠিক হয়নি। ওকে ওই এক ম্যাচ নিষেধাজ্ঞা আবার দেওয়া হবে। নিয়ম অনুযায়ী এবার সিদ্ধান্তটা নিতে যাচ্ছে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি।’
সুপার লীগে মোহামেডানের ম্যাচ বাকি আর ২টি। শিরোপার আশা বাচিয়ে রাখতে দুই ম্যাচেই জিততে হবে তাদের। এমন অবস্থায় অধিনায়ককে এক ম্যাচে পাবে না তারা।
হৃদয়ের শাস্তি কমানোর ঘটনাকে কেন্দ্র করে এর আগে সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছিলেন সাবেক আম্পায়ার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। তার জায়গাতেই এখন দায়িত্ব সামলাবেন ফাহিম।