খেলা
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে বিজয়
স্পোর্টস রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

আজ বিকেলেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আর রাতেই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ বাচানোর লড়াইয়ে টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। এছাড়া স্পিনার তানভির ইসলামকেও ডাকা হয়েছে এই টেস্টের জন্য। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে বিসিবি।
চলতি ঢাকা প্রিমিয়ার লীগে উড়ন্ত ফর্মে আছেন বিজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে এখন পর্যন্ত ১৪ ইনিংসে ৮৭৪ রান করেছেন তিনি। তিনিই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বশেষ ২০২২ সালে টেস্ট খেলেছেন ৩২ বছর বয়সী এই ওপেনার। প্রথম টেস্টের দলে বিজয় ছাড়া আর একটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন পেসার নাহিদ রানা। তার জায়গায় এখনও অভিষেক না হওয়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ডাক পেয়েছেন। আগামী ২৮শে এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।