বিনোদন
সমালোচিত সারা আলী
বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
ভারতের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার হৃদয়বিদারক ঘটনায় সমব্যথী অভিনেত্রী সারা আলী খান। যদিও দুঃখ প্রকাশ করতে গিয়ে সাইফকন্যা নিজেই সমালোচনার শিকার হলেন। এমনিতেই ভ্রমণপিপাসু বলে নাম রয়েছে সারার। গত বছরও কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন সৎ মা কারিনা কাপুর ও ভাইয়ের সঙ্গে। সে সময়ে সেখানকার নৈসর্গিক রূপ দেখে মুগ্ধ হয়ে যান তিনি। তাই পহেলগাঁওয়ে রক্তক্ষয়ী এই ঘটনায় দুঃখ পেয়েছেন অভিনেত্রী। সারা বলেন, এমন একটি নৃশংস ঘটনায় ভেতর থেকে নড়ে গিয়েছি। এই জায়গাটা পৃথিবীর মধ্যে স্বর্গ বলা যায়। এমন সুন্দর শান্তির জায়গায় এমন একটি ঘটনা। আমি শান্তি চাই, পাশাপাশি বিচারও চাই। এই ছবির সঙ্গে সারা নিজের কাশ্মীর ভ্রমণের ছবি দিতেই বাধে গণ্ডগোল। নেটপাড়ার একটি বড় অংশ সমালোচনায় মুখর হয়েছে এই বিষয়টি নিয়ে। কেউ লিখেছেন, বোকা। কেউ আবার তাকে অসংবেদনশীল বলে তকমা দিয়েছেন। সবারই প্রায় একটাই দাবি যে, এমন একটি ঘটনায় নিজের ছবি দেয়ার কি আছে। মাথা মোটা নাকি। যদিও সমাজমাধ্যমে এমন সমালোচনার উত্তর এখনো দেননি সারা।