খেলা
শিরোপা হারিয়ে মেজাজও হারালেন মাহমুদউল্লাহ
স্পোর্টস রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবারঅঘোষিত শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে হেরেছে মোহামেডান। ম্যাচ শেষে সবার সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন ক্রিকেটাররা। এমন সময় গ্রান্ডস্ট্যান্ড থেকে ভুয়া বলে দুয়ো দেন এক দর্শক। এতে মেজাজ হারিয়ে গ্রান্ডস্ট্যান্ড গ্যালারিতে উঠে যান মোহামেডানের ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ওই দর্শকের কলার ধরে বসেন, গায়েও হাত তুলতে যান এই অভিজ্ঞ ক্রিকেটার। এরপর নিরাপত্তাকর্মী ও মোহামেডানের টিম অফিশিয়ালরা রিয়াদকে অনেক কষ্টে সেখান থেকে সরিয়ে ড্রেসিংরুমে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ আচমকাই গ্যালারিতে উঠে যান। এরপর ওই দর্শকের ওপর চোখের পলকে চড়াও হয়ে তাকে মারতে উদ্যত হন। এ সময় তার কলার চেপে ধরলে সেখানে আতঙ্কিত পরিস্থিতি তৈরি হয়। যেন আবাহনীর কাছে শিরোপা হারানো রিয়াদ নিজের ওপর নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছিলেন তখন। নিরাপত্তাকর্মীরা তখন হাজির না হলে হয়তো ওই দর্শকের গায়েও হাত তুলতেন তিনি।
এরপর ড্রেসিংরুম থেকে আর বের হননি রিয়াদ। এমনকি পুরস্কার বিতরণী মঞ্চে রানার্সআপ মেডেলও নিতে আসেননি তিনি। পরে জানা গেছে, ড্রেসিংরুমে ঢুকে আর বের হননি, সরাসরি মিরপুর ছেড়ে চলে যান। ভুয়া বলা ওই দর্শক তখনই মাঠ ছেড়ে যান। এর কিছুক্ষণ পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ক্লিয়ার করেন। সেখানে তিনি লিখেন, ‘আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ‘ভাই, ভালো খেলছেন, হ্যাটস অফ টু ইউ’। এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, ‘শিপন ভাই, প্রতি বছর কি ভুয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়’ এখানে ‘ভুয়া’ ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।’
তবে এই ঘটনায় রিয়াদের বিপক্ষে ম্যাচ অফিশিয়ালদের কোনো ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। এ প্রসঙ্গে এই ম্যাচের ম্যাচ রেফারি সেলিম শাহেদ দৈনিক মানবজমিনকে বলেন, ‘আসলে আমরা তো এটা দেখিনি। ম্যাচ শেষ হয়েছে, আমরা ভেতরে ঢুকে গেছি। তখন এটি ঘটেছে। ম্যাচ শেষের পর এটি ঘটায় এখানে আমাদের কিছু করার নেই। এটি এখন বিসিবি’র ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার।’ ডিসিপ্লিনারি কমিটির কাছে দোষী প্রমাণিত হলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে থাকা বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক তার আচরণে হতাশা প্রকাশ করেন।