ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে শিরোপা কিংসের

স্পোর্টস রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

ঘটনাবহুল ফাইনাল। টাইব্রেকারে জিতে আবারো ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গতকাল টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়েছে কিংস। এক সপ্তাহ আগে দুই দলের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
টাইব্রেকারে কিংসের জোনাথন ফার্নান্দেস, শেখ মোরসালিন, তপু বর্মণ, ইনসান আলী, দেসিয়েল এলিস দস সান্তোস-পাঁচ জনই গোল করেন। আবাহনীর রাফায়েল অগাস্তো, সবুজ হোসেন ও মিরাজুল ইসলাম লক্ষ্যভেদ করেন। এমেকা ওগবাহ’র শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকেদেন মেহেদী হাসান শ্রাবণ। 
১১ হলুদ কার্ড ও এক লাল কার্ডের ঘটনাবহুল ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতায় ফাইনাল স্থগিত হয়ে গিয়েছিল। স্থগিত হওয়া ম্যাচ নিয়ে মাঠের বাইরের নানা ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, সমালোচনার ঝড় উঠেছিল। এক সপ্তাহ আগের ফাইনালে টেবিলের উপর ট্রফি রাখা নিয়ে হাসি-ঠাট্টা হয়েছিল ঢের, এদিন স্টেডিয়ামে রাখা হয় ট্রফি। গ্যালারিতে অবশ্য সেদিনের মতো গতকাল ছিল না দর্শকের সরব উপস্থিতি। কিক অফের পরপরই ফাউল করে হলুদ কার্ড দেখেন আবাহনীর সুমন রেজা। ১১৭তম মিনিটে মিরাজুলকে কনুই দিয়ে গুঁতো মেরে হলুদ কার্ড দেখেন কিংসের রাকিব হোসেন। শেষ দিকে টাইব্রেকারের কথা ভেবে সোহেল রানা সিনিয়রকে তুলে শেখ মোরসালিনকে, রিমন হোসেনের জায়গা ইউসুফ আলীকে নামান কিংস কোচ। যোগ করা সময়ে রাফায়েল অগাস্তোর ফ্রি কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। আবাহনীর প্রথম শটে গোল করেন রাফায়েল অগাস্তো। এমেকার নেয়া দ্বিতীয় শট আটকে দেন কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সেই শট আটকে তিনি এমিলিয়ানো মার্টিনেজের মতো নেচে উদ্‌যাপন করেন। আবাহনীর তৃতীয় শটে সবুজ গোল করেন। মিরাজুলের চতুর্থ শট শ্রাবণ আটকালেও শটটি আবার নিতে বলেন রেফারি। মিরাজুল তাতে গোল করেন। কিন্তু কিংস ৫ শটেই গোল করায় আবাহনীর আর পঞ্চম শট নিতে হয়নি।
দুই দল টাইব্রকারে মুখোমুখি হয়েছিল ক’দিন আগেই। ফেডারেশন কাপের শেষ চারে প্রথম কোয়ালিফায়ারে কিংসকে টাইব্রেকারে হারায় আবাহনী। গতকাল সেই হারের বদল নিলো কিংস। বসুন্ধরা কিংসের এটি চতুর্থ ফেডারেশন কাপ শিরোপা। ১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপ এর আগে সর্বোচ্চ ১২ বার জিতেছে আবাহনী। দুই দলের এটি তৃতীয় ফাইনাল। আগের দুই ফাইনালেই জিতেছে আবাহনী। ২০১৮ সালে ফেডারেশন কাপ ও ২০২১ সালে স্বাধীনতা কাপে। এই প্রথম আবাহনীকে কোনো ফাইনালে হারালো কিংস।

এক নজরে এবারের ফেডারেশন কাপ

চ্যাম্পিয়ন: বসুন্ধরা কিংস
রানার্সআপ: ঢাকা আবাহনী
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান শ্রাবণ (বসুন্ধরা কিংস)
সেরা গোলকিপার: মিতুল মারমা (আবাহনী)
সর্বোচ্চ গোলদাতা: তপু বর্মণ (৩টি- বসুন্ধরা কিংস)
মো. ইব্রাহিম (৩টি-আবাহনী)সহ ৭ জন
টুর্নামেন্ট সেরা: তপু বর্মণ (বসুন্ধরা কিংস)

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status