খেলা
কোচ হিসেবে ক্লপের পছন্দের তালিকায় যে দু’টি দল
স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, বুধবারকিংবদন্তি কোচদের তালিকায় উপরের দিকেই থাকবে ইয়ুর্গেন ক্লপের নাম। এই জার্মান কোচ তিন দশক পর লিভারপুলকে দিয়েছিলেন প্রিমিয়ার লীগের স্বাদ, জিতিয়েছেন চ্যাম্পিয়নস লীগও। ২০২৪-এ অ্যানফিল্ড ছেড়ে কিছুটা অবসরের পর তিনি এখন কাজ করছেন রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে। ইংল্যান্ডের কোচিংয়ে যে ফিরতে চান না, সেটি আগেই জানিয়ে রেখেছেন ক্লপ। কিন্তু পুরোদমে অবসর গ্রহণের আগে স্বপ্ন দেখেন দু’টি ক্লাবের কোচিং করানোর। সেটিই জানিয়েছেন তার জার্মান ক্লাব মাইন্সের একসময়ের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু মিরস্লাভ তানজগা। স্বদেশি জায়ান্ট ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ২০১৫তে ইংল্যান্ডে পাড়ি জমান ক্লপ। মাইন্সের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করার পর ডর্টমুন্ডকে সাফল্য এনে দিয়ে আলোচনায় আসেন তিনি। তার অধীনে হলুদ-কালোরা দু’বার বুন্ডেসলিগার পাশাপাশি জেতে জার্মান কাপ, সুপার কাপ। এরমধ্যে একবার চ্যাম্পিয়নস লীগ ফাইনাল খেললেও ফিরতে হয় রানার্সআপ হয়ে। সেই দুঃখ ক্লপ ঘোচান লিভারপুলে গিয়ে। ৯ বছরে তিনি আনফিল্ডে এনে দিয়েছেন ৯টি ট্রফি। তার অধীনেই ইংলিশ তথা ইউরোপের ফুটবলে অন্যতম বড় শক্তিতে রূপান্তরিত হয় অলরেডরা। লিভারপুল ছাড়ার আগে সেই দুই স্বপ্নের ক্লাবের কথা বলে যান ক্লপ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে তার বন্ধু তানজগা সম্প্রতি বলেন, ‘লিভারপুল ছাড়ার সময় ক্লপ আমাকে বলেছিল, তার ইচ্ছা দু’টি। জার্মান জাতীয় দলের কোচ হওয়া ও রিয়াল মাদ্রিদের কোচ হওয়া। তবে এর কোনোটি আদৌ পূরণ হবে কিনা আমি জানি না।’ জার্মান জাতীয় দলের প্রসঙ্গ আপাতত দূরে থাকলেও রিয়াল মাদ্রিদে ইচ্ছাপূরণের সুযোগ তৈরি হয়েছে ইতিমধ্যেই। ইউরোপীয় ফুটবলে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় গুঞ্জনগুলোর একটি হচ্ছে কার্লো আনচেলোত্তির রিয়াল ছেড়ে যাওয়ার খবর। উড়ন্ত খবরে শোনা যাচ্ছে, আগামী মৌসুমেই অল হোয়াইটদের ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান কোচ। এরইমধ্যে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে ইতালিয়ান জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, ক্লপ ইতিমধ্যে দু’বার কল পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরফ থেকে। অন্যদিকে রিয়ালের কোচ হওয়ার দৌড়ে সবুজ সংকেত রয়েছে তাদেরই সাবেক ও বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ জাবি আলোনসোর থেকেও। এ প্রসঙ্গে তানজগা বলেন, ‘রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে অবশ্যই ক্লপের নাম আলোচনায় আছে। তবে এখন পর্যন্ত সব জল্পনাই।’