ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

পর্দার আড়ালে কাজ চলছে লিভারপুলের বিশাল বিজয় প্যারেডের

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, বুধবার

ইংলিশ প্রিমিয়ার লীগের রেকর্ড ২০তম শিরোপা নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। ২০২০-এ শেষবার প্রিমিয়ার লীগ জিতে করোনা মহামারির জন্য ঘটা করে শিরোপা উৎসব হয়নি অলরেডদের। এবার সেই সুযোগ পেয়ে বিশাল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। এ ব্যাপারে নিশ্চিত করেছেন খোদ লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন।
ঘরের মাঠে রোববার টটেনহ্যাম হটস্পারের জালে রীতিমতো গোল উৎসব করে শিরোপার উল্লাসে মাতে লিভারপুল। অ্যানফিল্ড যেনো পরিণত হয় মস্ত বড় এক লাল দুর্গে। মো সালাহ-ভ্যান ডাইকদের সেলফিতে যতদূর চোখ যায় শুধু লাল আর লাল। সেদিন ৫-১ গোলে জিতে ৪ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে স্বাগতিকরা। প্রিমিয়ার লীগের সর্বোচ্চ ২০ শিরোপার রেকর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশেই এখন লিভারপুল। এক সময়ে ইংল্যান্ডের শীর্ষ এই লীগে আধিপত্য করলেও ১৯৯২তে প্রিমিয়ার লীগের নামকরণের পর যেনো দুর্দশার কালো মেঘে ছেয়ে ধরে অলরেডদের। তিন দশকের আক্ষেপ ঘুচিয়ে ২০২০-এ সেই স্বাদ এনে দেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে সেসব বোঝার সাধ্য কি আর মহামারির আছে? সেবার এই কোভিডের বিধিনিষেধের কারণে ভক্তদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনে মাতা হয়নি খেলোয়াড়দের। তাই এবার উৎসাহ বেশিই হওয়ার কথা। আগামী ২৫শে মে মৌসুমের শেষ ম্যাচটি খেলবে লিভারপুল। এর পরদিন হবে বিজয় প্যারেড। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশাল এই আয়োজনের প্রস্তুতি। জানা গেছে, ছাদখোলা বাসে ১৫ কিলোমিটারের এই প্যারেড শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে এই প্যারেড। 
এ প্রসঙ্গে সোমবার এক বিবৃতিতে লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন বলেন, ‘লিভারপুলের বিজয় প্যারেড ফুটবলের চেয়েও বেশি কিছু। এটি আমাদের শহরের গর্ব, আবেগ ও সম্প্রদায়ের চেতনার উদ্‌যাপন। এই আয়োজনের প্রস্তুতির জন্য পর্দার আড়ালে বিশাল কাজ চলছে।’
৩৪ ম্যাচে ২৫ জয়, ৭ ড্র এবং স্রেফ ২ হারে ৮২ পয়েন্টে প্রিমিয়ার লীগ নিশ্চিত হয়েছে লিভারপুলের। সমানসংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্টে দুইয়ে আর্সেনাল ও ৬২ পয়েন্টে তিনে নিউক্যাসেল ইউনাইটেড।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status