খেলা
পাকিস্তান-আরব আমিরাত সিরিজের আগে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প
স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
আগামী মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলই ওয়ানডে বাদ দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মত হয়েছে। এদিকে পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ইতিমধ্যে এ নিয়ে দুই বোর্ডের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। তবে এই দুই সিরিজের আগে টি-টোয়েন্টির ভাবনায় থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্পের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ৫ই মে থেকে শুরু হতে পারে এই ক্যাম্প। ভেন্যু হতে পারে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। সবমিলিয়ে ৮ থেকে ১০ দিনের মতো হতে পারে এই ক্যাম্প। এদিকে, আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি ১৮ এবং ২০শে মে মাঠে গড়াতে পারে। এরপর মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ এবং ২৭শে মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০শে মে, ১ জুন এবং ৩রা জুন।