ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

পুনরুত্থানের পথে আজ এগিয়ে থাকবে কারা

পুলক বিশ্বাস পার্থ
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

সবশেষ ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লীগ শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এরপর কেটে গেছে ১০ বছর। ইন্টার মিলানের অপেক্ষাটা আরও বেশি। ইতালিয়ান জায়ান্টরা শেষবার ইউরোপ সেরার তকমা হিসেবে চ্যাম্পিয়নস লীগ জেতে ২০০৯-১০ মৌসুমে। এবার আরও একবার দু’দলের সামনে হাতছানি তাদের শিরোপা পুনরুত্থানের। সে লক্ষ্যে আজ রাতে সেমিফাইনালের প্রথম লেগে অলিম্পিক স্টেডিয়ামে ইন্টারকে আতিথেয়তা দেবে বার্সা।
তবে মঙ্গলবার শঙ্কা দেখা দেয় দু’দলের ম্যাচটি মাঠেই না গড়ানোর। কেননা বিদ্যুৎবিভ্রাটের কারণে এর আগের দিন থেকে ভুগছে ইউরোপের দুই দেশে স্পেন ও পর্তুগাল। দুই দেশেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল এবং থেমে যায় গণপরিবহন। এমনকি খুব জরুরি অবস্থা না হলে হাসপাতালগুলো অপারেশন স্থগিত করতে বাধ্য হয়। এমন অবস্থায় শঙ্কা দেখা যায় বার্সা ও ইন্টারের মধ্যকার ম্যাচটি না হওয়ার। তবে রয়টার্সের খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। আপাতত খেলা স্থগিতে কোনো বিবৃতি আসেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন কিংবা উয়েফার থেকে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। ইতিমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে জিতে ফুরফুরে মেজাজেই থাকবে কাতালানরা। স্প্যানিশ লা লিগা জয়েরও একদম কাছেই হান্সি ফ্লিকের ছেলেরা। এই দু’টি ট্রফি পেলে আরেকবার ট্রেবল উল্লাসে ভাসবে বার্সেলোনা। অন্যদিকে মৌসুমের শেষ ভাগের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে যেন খেই হারিয়ে ফেলেছে ইন্টার মিলান। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটি হেরেছে শেষ তিন ম্যাচে। আজ পরীক্ষাটা আরও বড়। প্রতিপক্ষের প্রতি যথেষ্ট সম্মান থাকলেও বার্সাকে ভয় পাচ্ছেন না কোচ সিমোনে ইনজাগি। সিরি আ তে রোববার ঘরের মাঠে রোমার বিপক্ষে ১-০ গোলে হারে তার ছেলেরা। এর আগের রাউন্ডে বোলোনিয়ার মাঠেও একই ব্যবধানে হারে সে ম্যাচের সফরকারীরা। পরে হারে ইতালিয়ান কাপে এসি মিলানের বিপক্ষে ফিরতি লেগেও। লীগের টানা দুই হারে শিরোপার ভাগ্যও ছুটে গেছে তাদের হাত থেকে। ইন্টারকে টপকে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্টে সবার উপরে নাপোলি। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট কমে দুইয়ে ইন্টার। কোপা দেল রে’র ফাইনাল দেখেননি ইনজাগি। তবে এই ইতালিয়ান কোচ জানেন বার্সেলোনার সক্ষমতার ব্যাপারে। সেদিনের ম্যাচের পর এই ৪৯ বছর বয়সী কোচ বলেন, ‘বার্সেলোনা কেমন দল আমি জানি। এর জন্য গতকাল (শনিবার) ম্যাচ দেখার দরকার ছিল না। আমরা (বার্সার প্রতি) সম্মান রেখেই নামবো, তবে ভয় নিয়ে নয়।’ ট্রেবলের মিশনে আগেই ছিটকে গেছে আজকের সফরকারীরা। ইতালিয়ান কাপের সেমিতে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হেরে ট্রেবলের মিশনে আগেই ছিটকে গেছে আজকের সফরকারীরা। সাম্প্রতিক ফর্ম আর ধারাবাহিকতা বিবেচনা করে ফাইনালের পথে এগিয়েই থাকবে বার্সা। ২০১০-এ হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়নস লীগ জেতার পর আর মাত্র একবার ফাইনাল নিশ্চিত করতে পারে ইতালিয়ান জায়ান্টরা। তবে ২০২২-২৩ মৌসুমে ১-০ গোলে শিরোপা হারাতে হয় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে। একই হতাশায় ডুবে আছে আজকের স্বাগতিকরাও। তাদের অপেক্ষার হিসাবটা কম হলেও চ্যাম্পিয়নস লীগে বার্সার সাম্প্রতিক বছরগুলোর দুর্দশা কারই বা অজানা! সেই যে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী শিরোপা জিতিয়ে গেলেন, এরপর যেন একের পর এক হতাশায় কুঁকড়ে গেছেন কুলেরা। বিশেষ করে শেষ তিন আসরের পারফর্মেন্স ভুলেই যেতে চাইবে বার্সা ভক্তরা। এই তিনবারই স্প্যানিশ জায়ান্টরা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে। তবে এবারের বার্সা ভিন্ন। হান্সি ফ্লিকের অধীনে পুনরুত্থানের গল্প লিখছে কাতালুনিয়ানরা। শেষ পর্যন্ত লেভানদোভস্কি-ইয়ামাল-রাফিনহা ত্রয়ী ইউরোপ জয়ের স্বাদ দলকে আরেকবার এনে দেয়ার পথে এগিয়ে থাকবে কিনা, আজ তারই দেখার অপেক্ষা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status