ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

জয়ে আসর শেষ রূপগঞ্জের

স্পোর্টস রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) বড় জয় দিয়ে আসর শেষ করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মেহেদী মারুফের সেঞ্চুরি ও সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে ভর করে তারা ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। এই ম্যাচে আগে ব্যাট করে ২৩২ রানে অলআউট হয় গুলশান। সেই লক্ষ্য ৫৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রূপগঞ্জ। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১২ রান করেই আউট হন তানজিদ হাসান তামিম। এরপর শূন্য রানে ফিরেন সৌম্য সরকার। দ্রুত উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিজ্ঞ সাইফ ও মারুফ। দু’জনে তৃতীয় উইকেটে গড়েন ৮৬ রানের জুটি। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় রূপগঞ্জ। সাইফ ৬৪ বলে ৬৩ রান করে আউট হন। চতুর্থ উইকেটে মারুফকে দারুণ সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব। তিনি ৩৪ বলে ৩৭ রান করে ফিরলেও অধিনায়ক আকবর আলীকে নিয়ে রূপগঞ্জকে জিতিয়ে মাঠ ছাড়েন মারুফ। রূপগঞ্জের এই ব্যাটার ১১৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। গুলশানের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন শাহাদত হোসেন। আর একটি করে উইকেট পেয়েছেন রায়হান আলী ও নিহাদ উজ্জামান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ৪৩ রান যোগ করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে গুলশান। দলটির হয়ে সর্বোচ্চ ১০৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেন নাইম ইসলাম। আর মইনুল ইসলাম খেলেন ৩১ বলে ৪৪ রানের ইনিংস। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্বাধীন ইসলাম, দুটি করে উইকেট নেন আব্দুল হালিম ও সৌম্য সরকার। আর একটি উইকেট যায় শেখ মেহেদীর ঝুলিতে। এই জয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থেকে আসর শেষ করলো রূপগঞ্জ।
আমিনুলের অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপের বড় জয়
আমিনুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ডিপিএলের সুপার লীগের শেষ ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তারা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে। আগে ব্যাট করে এই ম্যাচে আমিনুলের ঘূর্ণিতে ২০১ রানেই গুটিয়ে যায় অগ্রণীর ইনিংস। জবাবে খেলতে নেমে ৬ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় গাজী। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রান করেই আউট হন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন শোভন মোড়ল ও শেখ পারভেজ। শোভন আউট হয়েছেন ৫২ বলে ৪২ রান করে। পারভেজের ব্যাট থেকে আসে ৬৮ বলে ৩৬ রান। এরপর আমিনুল দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন ৩৭ বলে ২৩ রান করে। শেষদিকে তাহজিবুল ইসলামের ৩৮ বলে ৩৭ ও সাব্বির হোসেনের ৪৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে জয় পায় গাজী। দলটির হয়ে ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন শামীম মিয়া। অগ্রণীর হয়ে দুটি করে উইকেট নেন আরিফ আহমেদ ও রায়হান উদ্দিন। একটি উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮২ রানের জুটি গড়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ইমরানুজ্জামান ও অমিত হাসান। ইমরান ফেরেন ৫৫ বলে ৪২ রান করে। এরপর ইমরুল কায়েস শূন্য রানে আউট হলে বিপর্যয়ে পড়ে অগ্রণী। অমিত হাফ সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হন ৪৯ রান করে। ৭ রান করে আউট হন মার্শাল আইয়ুবও। এরপর তাইবুর রহমান ও প্রীতম কুমার ছাড়া আর কেউই দলটির হয়ে বলার মতো রান করতে পারেননি। তাইবুর ৫৫ বলে ৩৪ ও প্রীতম ৪৮ বলে ২৯ রান করে ফেরেন। এরপর কোনোমতে দুইশ’ রান পার করে অগ্রণী। গাজীর হয়ে ২২ রানে ৪ উইকেট নেন আমিনুল। দুটি করে উইকেট শিকার করেন আরিদুল ইসলাম ও শেখ পারভেজ। এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে আসর শেষ করলো গাজী গ্রুপ ক্রিকেটার্স।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status