ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

খন্দকার মুক্তাদির

সবাইকে নিয়ে উন্নয়নবঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১০ মে ২০২৫, শনিবার

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নবঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই। বার বার আমরা উন্নয়নবঞ্চিত হই। বিশেষ করে সিলেটবাসীর গর্ব সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের সময় উন্নয়ন দিয়ে আমরা এখন চলছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের দীর্ঘ ১৭ বছর সিলেটের কোনো উন্নয়ন হয়। তাই সবাই একসঙ্গে মিলে সিলেটের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তিনি শুক্রবার সিলেট নগরীর ঐতিহ্যবাহী মাছিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, ২৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহ্বায়ক ফারুক আহমেদ, সাবেক সভাপতি মাতাব মিয়া, সহ-সভাপতি কওছর উদ্দিন আহমেদ, মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জমজম বাদশাহ, কোষাধ্যক্ষ আল আমিন আহমদ (আলি), প্রচার সম্পাদক রনি সিংহ, যুববিষয়ক সম্পাদক ওয়াহিদ আহমদ ডায়মন্ড  প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status